অগ্রগতিতে নারীদের দৃশ্যমানতা বৃদ্ধি করতে হবে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ১৮, ২০২৩ ৮:৪৫ অপরাহ্ণ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারীর অধিকারে অনেক দূর এগোলেও সামাজিক কিছু রক্ষণশীলতা আছে। নারী সর্বোচ্চ পদে থাকলেও নিরাপদ নয়। অগ্রগতিতে নারীদের দৃশ্যমানতা বৃদ্ধি করতে হবে। আজ (১৮ মার্চ) রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে বাংলাদেশ মহিলা পরিষদের জাতীয় পরিষদ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দীপু মনি বলেন, ’ধর্ষণের ঘটনায় নারীর সম্ভ্রমহানির মতো সামাজিক ধারণা থেকে সমাজকে মুক্ত করতে হবে। এর আচরণগত দায় পুরুষের। ভাষা দিয়ে নারীকে দমিয়ে রাখার প্রবণতা দূর করতে হবে। নারীর অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীবান্ধব রাজনীতি ও নারী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
‘অন্তর্ভুক্তিমূলক সংগঠন গড়ি, নতুন সমাজ বিনির্মাণ করি’ স্লোগানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এবং স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. শাহলা খাতুন, তথ্য কমিশনার সুরাইয়া বেগম, সুইডেনের অ্যাম্বাসেডর আলেক্সান্দ্রা বার্গ ভন লিন্ডে, সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠক সম্পাদক উম্মে সালমা বেগম।
দীপু মনি বলেন, ‘আমরা অনেক দূর এগিয়েছি, কিন্তু আরও বহুদূর যেতে হবে। নারীর অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে নারীর অধিকার প্রতিষ্ঠায় নারীবান্ধব রাজনীতি ও নারী সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সভায় সম্মানিত অতিথির বক্তব্যে ডা. শাহলা খাতুন বলেন, ’দেশের নেতৃত্বের উচ্চপর্যায়ে নারীরা এলেও এখনও অনেক নারী বঞ্চনার শিকার। জেন্ডার বৈষম্য আছে।’
বিশেষ অতিথির বক্তব্যে সুরাইয়া বেগম সাংগঠনিক সক্ষমতার মাধ্যমে নারী ও কন্যাশিশুদের অগ্রগতির জন্য সুযোগ তৈরি করে দেওয়ার আহ্বান জানান।
সুইডেনের অ্যাম্বাসেডর বলেন, ’নানা অগ্রগতির পরও নারী ও পুরুষের সমতার ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে আছে। এসডিজি রিপোর্ট অনুসারে, নারীদের কাজ হারানোর হার বাড়ছে, বিনা পারিশ্রমিকে কাজের বোঝা বাড়ছে। এজন্য বঞ্চিত নারীদের কণ্ঠস্বরকে জাতীয় পর্যায়ে তুলে আনার জন্য মহিলা পরিষদের জোরালো ভূমিকা রয়েছে। তিনি আশা করেন, সংগঠন এমন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে, যাতে বিভিন্ন মানুষের মধ্যে থাকা বৈচিত্র্যকে ধারণ করে আগামীতে এগিয়ে যেতে সক্ষম হবে।’
জনতার আওয়াজ/আ আ
