অধ্যক্ষ মাও: মখলিছুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৯, সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অধ্যক্ষ মাও: মখলিছুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মে ১০, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মে ১০, ২০২৪ ২:১৩ অপরাহ্ণ

 

আব্দুল হামিদ খান সুমেদ:-সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রাচীনতম ইসলামী বিদ্যাপীঠ দশপাইকা আনোয়ারুল উলুম আলীম ও হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের বাংলাদেশ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মখলিছুর রহমান বাংলাদেশ সময় গতরাত ১:২১ মিনিটের সময় ইন্তেকাল করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

এবং আজ শুক্রবার সকাল ১০:৩০ মিনিটের সময় উনার কর্মস্থল বিশ্বনাথ উপজেলার দশপাইকা বাজারস্থ দশপাইকা আনোয়ারুল আলিম ও হাফিজিয়া মাদরাসার পাশবর্তী পূর্বে মোহাম্মদীয়া শাহী ঈদগাহে প্রথম জানাজার নামাজ এবং বিকাল ৪:০০ মিনিটে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বৃহত্তর গোবিন্দগঞ্জের রাধানগর গ্রামে উনার নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে উনাদের পারিবারিক গুরস্থানে দাপন সম্পূর্ন করা হবে।

এদিকে উনার মৃত্যুতে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে গভীর শোক এবং উনার শোক সন্তপ্ত পরিবারের দেশ-প্রবাসের সকলের প্রতি সমবেদনা জানানো হয়।

এক শোক বার্তায় শোক জ্জ্ঞাপন করেন দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি মোহাম্মদ মোহাব্বত শেখ,সহ সভাপতি মোঃ মনির খান,সাধারন সম্পাদক হাসিন উজ্জামান নুরু,সহকারী সাধারন সম্পাদক মোঃ কদর উদ্দিন,কোষাধ্যক্ষ হাজী জাহির আলী,সহ কোষাধ্যক্ষ আব্দুল হামিদ খান সুমেদ,সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শহীদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জিয়া,কার্যকরী কমিটির সদস্য শামসুদ্দিন তালুকদার শামস,মাহবুব আলী চুনু,হাজী খলিল উদ্দিন,মোঃ দৌলত হোসেন,হানিফ আহমদ খান,ফারুক আলী,আবুল হোসেন মামুন এবং ট্রাস্টি আবু শহীদ চৌধুরী,মোঃ এমরান খান,মোঃ তৈয়বুর রহমান,হাজী ওয়ারিছ উদ্দিন,হাজী আব্দুর রউফ,হাজী নেছার আহমদ,মোঃ কবির মিয়া,আব্দুল রব,সিরাজুল ইসলাম হাজারী,আব্দুন নূর,মোঃ সমুজ আলী,সরকুম আলী,হাজী জুনাব আলী,ইউসুফ আলী,মসলন্দর আলী,সুফিয়ান খান,শেখ মবস্বীর আলী,হাজী নফর আলী,হাজী আইয়ুব আলী,সুরুক মিয়া চৌধুরী,সমসু মিয়া,আনফর আলী(গিয়াস উদ্দিন),হাজী মফজ্জুল আলী(আমির আলী),তালুকদার আজাদ ইসলাম,সায়েরা বেগম তালুকদার,তালুদার ফাহাদ ইসলাম,সুহেল আখলাকুজ্জামান,কাউন্সিলর ইফতেখার আলম মুকুল,হাজী আনোয়ার হুসাইন,বেলাল আহমদ,হাবিবুর রহমান জানু,সাইদুর রহমান,হাজী শেখ সোনাফর আলী,সলিসিটর আনছার হাবীব,শাহ তাজুল ইসলাম,কাওছার আহমদ,হাজী শেখ মজম্মিল আলী,জুবের আহমদ আলী,ফজর উল্লাহ আফরুজ,রহিম উল্লাহ(ছাদ মিয়া),আশিক মিয়া,জয়নাল আবেদীন,ইস্কন্দর আলী,ইয়াছিন আলী,এমদাদুল হক,এনায়েত হুসাইন,নুরুল আহমদ পাশা,আব্দুল আওয়াল চৌধুরী,মোঃ নেছার মিয়া,কামরুজ্জমান কামরুল,আব্দুস সুবহান পায়েল,মোতাহির আলী,আব্দুল মুমিন বাবুল,স্বপন শিকদার,শাহ সহিদ নূর ইসলাম,আবুল কাহার ও মোঃসালিক মিয়া।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ