অনশন করলেও বৃষ্টিকে বিয়ে করল না আল আমিন, অতঃপর - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:১৭, সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অনশন করলেও বৃষ্টিকে বিয়ে করল না আল আমিন, অতঃপর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৯:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বগুড়ার শাজাহানপুরে অনশন করার পরেও প্রেমিক বিয়ে না করায় রিফাত জাহান বৃষ্টি নামে এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বৃকুষ্টিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রিফাত জাহান বৃষ্টি (১৮) বৃকুষ্টিয়া পশ্চিমপাড়া গ্রামের কৃষক আরিফুল ইসলামের মেয়ে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্বজনরা জানান, প্রতিবেশী চোপিনগর ননীপাড়া গ্রামের বাসিন্দা আল আমিনের (৩১) সঙ্গে তিন বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল বৃষ্টির। কিন্তু বিয়ে করতে রাজি হচ্ছিলেন না তিনি। গত ৯ ডিসেম্বর থেকে কয়েক দিন বিয়ের দাবিতে আল আমিনের বাড়িতে অনশন করেন বৃষ্টি। সেখান থেকে বুঝিয়ে শুনিয়ে বৃষ্টিকে মা-বাবার কাছে ফেরত পাঠান প্রেমিকের বাবাসহ আত্মীয়রা। এরপর কয়েকবার আল আমিনকে বিয়ের জন্য চেষ্টা করেন বৃষ্টি। ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেঁচে নেন।

প্রতিবেশীরা জানান, বৃষ্টি রোববার (৯ ডিসেম্বর) সকাল থেকে আল আমিনের বাড়িতে বিয়ের দাবিতে অনশন করেন। মেয়েটি অনেক কান্না করত। কিন্তু আল আমিন বিয়েতে রাজি হননি। সোমবার আল আমিন এবং তার বাবা মহসিন আলী বাড়ি ছেড়ে অন্যত্র চলে যান। এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসেননি। পরে বৃষ্টি আত্মহত্যা করে।

তারা আরও বলেন, শুধু বৃষ্টিই না, এর আগেও কয়েকটি মেয়ের সঙ্গে আল আমিন প্রেমের সম্পর্ক করে প্রতারণা করেন। প্রেম করে আর বিয়ে করেননি। আল আমিনের বিচার হওয়া দরকার। শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, প্রেমিক বিয়ে না করায় মূলত মেয়েটি আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ মামলা করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ