অন্ধকারে আলোকছটা, আমাদের শোভা চৌধুরী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৩ ৩:২০ অপরাহ্ণ

বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার কবি ও লেখক, খুলনা খালিশপুরের প্রিয় মুখ শোভা চৌধুরীর হাত থেকে গতকাল ১১ ফেব্রুয়ারি,২০২৩ এ অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের ‘প্রিয়জন সাহিত্য প্রকাশনীর ‘ স্টল থেকে শোভা চৌধুরীর তৃতীয় কবিতাগ্রন্থ ‘বৃহন্নলার কাব্যকথা’ বইটি শুভেচ্ছা সরূপ আমার ও আমার স্ত্রীর হাতে তুলে দিলেন।
বইটি প্রখ্যাত কবি অসীম সাহা একটি মুখবন্ধ লিখেছেন, সেই সাথে বাংলা একাডেমির সভাপতি ও খ্যাতিনামা লেখক, কথাসাহিত্যিক সেলিনা হোসেন তিনিও চমৎকারভাবে শোভা চৌধুরীর কথা তুলে ধরেছেন।কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজাউদ্দিন স্ট্যালিন ও বইয়ের মধ্যে একটি চমৎকার অনুপ্রেরণামূলক একটি লেখা লিখেছেন।
শোভা চৌধুরী ২০১১ সালে আবৃত্তি বিভাগে জাতীয় পুরস্কার অর্জন করেন।বিভিন্ন সামাজিক সংগঠনে শোভা চৌধুরীর উপস্থিতি ও বক্তব্য আমাদেরকে অনুপ্রেরণা জোগায়।তার প্রতি কবিতায় ও অসম্ভব বাস্তবতার ছাপ রয়েছে। আমরা যদি সবাই তৃতীয় লিঙ্গের ব্যক্তিদেরকে সমমর্যাদা দিয়ে, তাদের প্রতিভার মূল্যায়ন করি,ভবিষ্যতে আরো অনেক শোভা চৌধুরী জন্মগ্রহণ করবে। ওরা আমাদের অভিশাপ না হয়ে, আশীর্বাদে পরিনত হবে।
আসুন আমরা সবাই শোভা চৌধুরীর ‘বৃহন্নলার কাব্যকথা ‘ ক্রয় করে তাকে প্রমোট করি।
ইতপূর্বে, শ্রাবণসন্ধ্যা (২০১৮), আমি শোভা বলছি (২০২১) কবিতাগ্রন্থ প্রকাশিত হয়েছে।
মোঃ মঞ্জুর হোসেন ঈসা
চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি
জনতার আওয়াজ/আ আ
