অবরোধ; দ্বিতীয় দিনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:২৮, রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধ; দ্বিতীয় দিনে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ।বুধবার নয়া পল্টনে তারাই বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, আমাদের এই অবরোধ কর্মসূচি দেশের মানুষ স্বার্থস্পূর্তভাবে পালন করছে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আমাদের এই আন্দোলন কিসের জন্য? আমাদের আন্দোলন হচ্ছে এই ভোট চোর ভোট ডাকাতদের বিরুদ্ধে। তারা একতরফাভাবে আবার নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু এদেশের জনগণ তা মেনে নেবে না।

তিনি আরো বলেন, এই সরকার আমাদের আন্দোলন দমনের জন্য ভয়ংকর কুট কৌশল গ্রহণ করেছে। তারা কৌশল করে পুলিশ সদস্যকে হত্যা করে। সাংবাদিকদের উপর হামলা করে। পুলিশ হসপিটালে আগুন ধরিয়ে দিয়ে। বিরোধী দলের উপর দোষ চাপাতে চায়। আর এই কারণেই বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে গ্রেফতার করেছে। গতকাল মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল কে গ্রেফতার করেছে। এছাড়াও বিরোধী দলীয় শত শত নেতাকর্মীকে গ্রেফতার করেছে। বাংলাদেশের মানুষ এসব অত্যাচার দমন করে আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠিত করব।

এ সময় গণতন্ত্র মঞ্চের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ