অবরোধ সফল করতে মুগদায় মৎস্যজীবী দলের মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪১, শুক্রবার, ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

অবরোধ সফল করতে মুগদায় মৎস্যজীবী দলের মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, নভেম্বর ১, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ও বিভিন্ন জোট ও সমমনা দলের ঘোষিত সারা দেশে ৩১ অক্টোবর এবং ১ ও ২ নভেম্বর ৩ দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের ২য় দিনে সারা দেশে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

আজ বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে মুগদা বিশ্ব রোডে কেন্দ্রীয় সদস্য সচিব আবদুর রহিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।

মিছিলে অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী, জাহাঙ্গীর আলম সনি, কবির উদ্দিন মাস্টার, সাইদুল ইসলাম টুলু, জহিরুল ইসলাম বাশার, কেন্দ্রীয় কমিটির সদস্য হাজী আনোয়ার হোসেন, ইব্রাহিম চৌধুরী, আবু সাঈদ এম এ জি বাবুল ও ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সদস্য সচিব কেএম সোহেল রানা, মনজুর রহমান ভূঁইয়া, মহানগর নেতা মো. হারুন ও মনির হোসেনসহ বেশ কিছু নেতাকর্মী।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ