আগামীকাল ভয়াল কালো দিনসুমনসহ গুম হয়েছিল ৮জন - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪২, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামীকাল ভয়াল কালো দিনসুমনসহ গুম হয়েছিল ৮জন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ডিসেম্বর ৩, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট
২০১৩ সালের ৪ ডিসেম্বর এই দিনে ঢাকার বিভিন্ন স্থান থেকে সাবেক ৩৮, বর্তমান ২৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সুমন সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী জগন্নাথ বিশ্ববদ্যালয়ের মেধাবী ছাত্র সহ ৮জন কে গুম করা হয়। দেখতে দেখতে আগামীকাল ১০ বছর পূর্ণ হবে। এখনো কেউ ফিরে আসেনি। দিন যায়, মাস যায়, বছর যায় তবুও অপেক্ষার প্রহর শেষ হয় না। করোনাকালীন সময় গুম হওয়া ওরা কোথায় ছিল, কেমন ছিল কেউ জানে না? ওরা বেঁচে আছে কি না মরে গেছে এই সংবাদও তাদের পরিবারের কারও কাছে নেই। এদিকে ওরা অবৈধ সরকারের অবৈধ নির্বাচন খেলা নিয়ে উৎসব করছে অন্যদিকে গুম হওয়া স্বজনদের পরিবারের সদস্যরা কান্না করছে। ২০২৩ সালের এইচএসসি পরীক্ষারয় সফলতার সাথে উর্ত্তীণ হয়েছে সুমনের বড় মেয়ে রাইতা।বাবাকে ছাড়া এই আনন্দ কার সাথে ভাগাভাগি করবে?সেখানেও কষ্ট আর কান্না। দেখতে দেখতে ১০ টি বছর কেটে গেলো কেউ ফিরে এলোনা। এবার ভেবেছিলাম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এর মাধ্যমে নতুন সরকার গঠিত হবে।সেই সরকার সবাইকে মুক্ত করে দেবে কিন্তু সেই সুযোগ অবৈধ সরকার দিলোনা।রাজপথ ই এখন শেষ ভরসা।

সোমবার (৪ ডিসেম্বর) শাহীনবাগ জামে মসজিদে বাদ জোহর সাজেদুল ইসলাম সুমন সহ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী জগন্নাথবিশ্বিবদ্যালয়ের মেধাবী ছাত্র সহ ৮জন গুম হওয়ায় তাদের ফিরিয়ে পেতে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া অনুষ্ঠানে উপস্হিত থাকবেন জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২০১৩ সালের ৪ ডিসেম্বর গুম হওয়া ০৮ জন এর নামের তালিকা
(১) সাজেদুল ইসলাম সুমন, পিতা- মৃত. হাজী মফিজুল ইসলাম, মাতা- হাজেরা খাতুন, ৫৫৩, শাহীনবাগ, ঢাকা-১২১৫, (২) জাহিদুল করিম তানভীর, পিতা- গোলাক জাকারিয়া (ঝুনু), মাতা- নিলুফার বেগম (পুতুল), বসুন্ধরা, ঢাকা, (৩) আব্দুল কাদের ভুঁইয়া (মাসুম), পিতা- মোঃ রফিকুল ইসলাম ভুঁইয়া, মাতা- আয়েশা আক্তার, ৩৩৬/জি, পূর্ব নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, (৪) মাজহারুল ইসলাম (রাসেল), পিতা- মোঃ আমিনুল হক, মাতা- জাহিদা বেগম, ঠিকানা- ৪৯৯, পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫, (৫) আসাদুজ্জামান রানা, পিতা- আব্দুল রাজ্জাক, মাতা- আয়েশা খাতুন, ৩১/১ উত্তর মুগদা, কমলাপুর (পুর্ব), ঢাকা, (৬) আল-আমিন, পিতা- আহম্মেদ উল্লাহ, মাতা- জেসমিন বেগম, উত্তর বাড্ডা, বড় বেরাইদ, (৭) এম এ আদনান চৌধুরী, পিতা- রুহুল আমিন, মাতা- কানিজ, ৬৪০, শাহীনবাগ, তেজগাঁও, ঢাকা, (৮) কাউসার আহমেদ, পিতা- বিল্লাল হোসেন, মাতা- কমলা আক্তার, ৭৪২ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও, ঢাকা-১২১৫।
অপেক্ষার ৯ বছর শেষ উপলক্ষে তাদেরকে তাদের স্বজনদের কাছে ফিরে আসার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে বিশেষ প্রার্থনার জন্য বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com