আগামীকাল সকাল ১১টায় ডিএমপিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২২, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ২২, ২০২৩ ১১:২২ অপরাহ্ণ

আগামীকাল সকাল ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে বৈঠক করতে ডিএমপিতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল।
বুধবার (২২ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, বৈঠকে বিএনপি প্রতিনিধি দলে থাকবেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু।
জনতার আওয়াজ/আ আ
