আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে চোখ রাখবে জার্মানি : আমীর খসরু - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫০, মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে চোখ রাখবে জার্মানি : আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২ ৪:৩৫ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৩টা থেকে ৪টা ৫৫ মিনিট পর্যন্ত গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে মহাসচিবের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ছিলেন। এসময় তাদের মধ্যে গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, আইনের শাসনসহ আগামী জাতীয় নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বৈঠক থেকে বেরিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দুদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ককে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। দেশের মানুষের যে প্রত্যাশা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। দেশের উন্নয়ন, গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে জার্মান রাষ্ট্রদূত কী বলেছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘বাংলাদেশের মানবাধিকার ও গণতন্ত্র বিষয়ে বিশ্বব্যাপী সবাই অবগত। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), আমেরিকা, ব্রিটেন সবাই তো এর আগে বলেছে। নতুন করে বলার কিছু নেই। এগুলো নিয়ে বিশ্বব্যাপী আলোচনাও হচ্ছে, এটা তো আপনারা জানেন। এসব ব্যাপারে ওনারা কনসার্ন।’

আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে আমীর খসরু বলেন, ‘নির্বাচন বাদে তো কোনো আলোচনা হতে পারে না। দেশের আগামী নির্বাচনের বিষয়ে সারাবিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। স্বাভাবিকভাবে ওনারা জানতে চেয়েছেন, আগামী নির্বাচনে বাংলাদেশ কোথায় যাচ্ছে? তারা (জার্মানি) চোখ রাখছেন।’

নির্বাচনে বিএনপির অংশগ্রহণের বিষয়ে কিছু বলেছে কি না, প্রশ্নে তিনি বলেন, ‘না, না। এ ব্যাপারে কোনো আলোচনা হয়নি। নির্বাচনে অংশগ্রহণ তো আমাদের দলের নিজস্ব ব্যাপার।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ-খবরও নিয়েছেন জার্মান রাষ্ট্রদূত। এ ব্যাপারে আমীর খসরু বলেন, ‘চেয়ারপারসন কেমন আছেন, উনি (জার্মান রাষ্টদূত) সে ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন। চেয়ারপারসনের বিষয় তো সবাই অবগত। উনার জেলে থাকার পেছনে যে কারণ, সেটা সবারই তো জানা আছে।’

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ