আগের আমদানি করা তেল যুদ্ধের অজুহাত দেখিয়ে যারা দাম বাড়িয়েছে - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:০২, বুধবার, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগের আমদানি করা তেল যুদ্ধের অজুহাত দেখিয়ে যারা দাম বাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ১০:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মার্চ ৯, ২০২২ ১০:২৪ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহাবুবউল আলম হানিফ বলেন, আগের আমদানি করা তেল যুদ্ধের অজুহাত দেখিয়ে যারা দাম বাড়িয়েছে, তারা সরকারকে বিপদগ্রস্ত করতে চায়।

আজ বুধবার (৯ মার্চ) দুপুরে কক্সবাজারে আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ করে মাহাবুবউল আলম হানিফ বলেন, যুদ্ধের কারণ দেখিয়ে মানুষকে ঠকিয়ে বিপদের মুখে ফেলে কথিত মুনাফা অর্জনের মানসিকতা পরিহার করুন। যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু দেশে মজুত তেলগুলো যুদ্ধের আগে আনা হয়েছে। যুদ্ধের পরে নতুন করে দেশে কোনো তেল আমদানি করা হয়নি।

তিনি আরও বলেন, যুদ্ধের আগে আনা তেলের দাম এখন কোন দোহায় (অজুহাত) ও কোন কারণে বৃদ্ধি করবেন? এটাকে কোনোভাবে মেনে নেওয়া যায় না। যারা বিভিন্ন অজুহাতে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে মানুষকে বিপদগ্রস্ত করতে চায় এবং সরকারকে বিপদগ্রস্ত করতে চায় এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি।

হানিফ বলেন, বেগম খালেদা জিয়ার হাত ২৬ হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর রক্তে রঞ্জিত; সে (বেগম খালেদা জিয়া) কোনোদিন মানবতার মা হতে পারে না; তিনি হত্যাকারীর মা হতে পারেন। একই সঙ্গে পৃথিবীর সব মিথ্যার রেকর্ড ভেঙে মির্জা ফখরুল এগিয়ে গেছেন বলেও মন্তব্য করেন মাহাবুবউল আলম হানিফ।

প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ মাহমুদ স্বপন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম এমপি। প্রতিনিধি সভায় জেলা আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভার কমিটি এবং স্থানীয় সরকারের দলীয় জনপ্রতিনিধিরাসহ প্রায় ৩ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ