আগ্রাসন শুরুর চারদিন পর আলোচনায় বসতে সম্মত হয়েছে দেশ দুটি - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৩, বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আগ্রাসন শুরুর চারদিন পর আলোচনায় বসতে সম্মত হয়েছে দেশ দুটি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৮, ২০২২ ৯:২১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ২৮, ২০২২ ৯:২১ পূর্বাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর চারদিন পর আলোচনায় বসতে সম্মত হয়েছে দেশ দুটি। ইউক্রেন এবং রাশিয়ার বেলারুশিয়ান সীমান্তের কাছে আলোচনায় বসতে সম্মত হয়েছে দুই পক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেছেন, তার দেশ ‘এক ইঞ্চি … ভূখণ্ড ছাড়বে না’।

গত সপ্তাহে ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এটি দুই পক্ষের মধ্যে প্রথম আলোচনা। ইউক্রেন জানিয়েছে, কোনো শর্ত ছাড়াই অনুষ্ঠিত হবে এই আলোচনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বেলারুশের প্রেসিডেন্টের ফোনালাপের পর এ সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

ইউক্রেন সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের একটি প্রতিনিধিদল প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেনীয়-বেলারুশিয়ান সীমান্তে রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে শর্তহীন বৈঠকে বসবে বলে আমরা একমত হয়েছি।’

তবে মস্কো থেকে আলজাজিরার প্রতিনিধি জানান, ইউক্রেন-রাশিয়ার আলোচনা কোথায় হবে-এ বিষয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। ইউক্রেন বলছে, এই আলোচনা ইউক্রেনীয়-বেলারুশিয়ান সীমান্তের কাছে অনুষ্ঠিত হবে। রাশিয়া বলছে, তারা বিশ্বাস করে যে আলোচনাটি বেলারুশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গোমেলে অনুষ্ঠিত হবে।

টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সেখানে যাব রাশিয়া কী বলতে চায় তা শুনতে। কোনো রকমের পূর্বশর্ত ছাড়াই আমরা সেখানে যাচ্ছি। আমরা সেখানে যাচ্ছি যুদ্ধের বিষয়ে রাশিয়া কী বলে তা শুনতে এবং এ বিষয়ে আমরা কী ভাবছি তা জানাতে।’

এ সময় তিনি জানান, এখন থেকে আলোচনা হওয়া পর্যন্ত বেলারুশের কোনো সেনা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবেন না বলে ইউক্রেনকে নিশ্চিত করেছে বেলারুশ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com