আটককৃত নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেটে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ১২:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১০, ২০২২ ১২:২৩ অপরাহ্ণ
সিলেট প্রতিনিধি
বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলার নেতা, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় সদস্য, গিদারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমরেড গোলাম সাদেক লেবুসহ ডিজিটাল নিরাপত্তা আইনে আটককৃত ৯ নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাসদ( মার্কসবাদী) সিলেট জেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল -সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৪.৩০টায় নগরীর কোর্ট পয়েন্টে সমাবেশ করে একটি বিক্ষোভ মিছিল সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে এবং সদস্য রেজাউর রহমান রানার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলের জেলার সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০২১ সালের ১১ নভেম্বর অনুষ্ঠিত গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকার দলীয় প্রার্থী তিনটি কেন্দ্রে জোরপূর্বক ভোট নিয়ে কাউন্সিল বাজার কেন্দ্রে গেলে জনগনের প্রতিরোধের মুখে পড়ে। এই সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে নিজের অপকর্ম ঢাকতে ষড়যন্ত্রমুলকভাবে ও হয়রানির উদ্দেশ্য বাসদ(মার্কসবাদী) জেলা নেতা ও চেয়ারম্যান প্রার্থী গোলাম সাদেক লেবুসহ নেতাকর্মীদের নামে ১৭ নভেম্বর আওয়ামীলীগ প্রার্থী রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করে। এই মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়া হয়। পরে সাইবার ট্রাইবুনালে সারেন্ডার করলে ডিজিটাল নিরাপত্তা আইনে আটক হন বাসদ(মার্কসবাদী) নেতা গোলাম ছাদেক লেবু সহ চারজন। একই মামলায় পরবর্তীতে আরো ৫ জনকে গ্রেফতার দেখানো হয়। দেশে দ্রব্যমূল্যের যে লাগামহীন উর্ধ্বগতি এবং একইসাথে কৃষকেরা যখন ফসলের ন্যায্যমূল্য পায়না তখন এই আটককৃত নেতৃবৃন্দই রাজপথে আন্দোলন গড়ে তুলতেন। এই আওয়ামী দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য এবং তার বিরুদ্ধে গণ আন্দোলন যাতে গড়ে উঠতে না পারে তারজন্যই এই ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা দিয়েছে স্থানীয় আওয়ামী নেতারা। বক্তারা অবিলম্বে এই ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহার করাসহ আটককৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।প্রেস বিজ্ঞপ্তি