আড়াইহাজারে আ’লীগ নেতার মেয়েকে অপহরণ করলো চেয়ারম্যানের ভাই - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪০, সোমবার, ২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৯ই জিলকদ, ১৪৪৪ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আড়াইহাজারে আ’লীগ নেতার মেয়েকে অপহরণ করলো চেয়ারম্যানের ভাই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৩, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারের দুপ্তারা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদকের মেয়েকে অপহরণ করেছে খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলামের ছোট ভাই সজিব।
এ ব্যাপারে অপহৃতার পিতা দুপ্তারা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লা থানায় অভিযোগ দিলেও কোন ব্যবস্থা না নেয়ায় ঘটনার ২ দিন পর বিষয়টি বিয়ের সিদ্ধান্তের উপর স্থানীয় ভাবে মিমাংসা করা হয়েছে। আড়াইহাজার উপজেলা সদরের আর্সেনিক অফিস এলাকায় গত সোমবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগে জানা যায়, পাঁচগাঁও দেওয়ানপাড়া নিবাসী আজিজুর রহমান মোল্লার মেয়ে কলেজ ছাত্রী তামান্না আক্তারকে (২৩) কলেজে যাতায়াতের সময় প্রতিনিয়ত উত্যক্ত করে আসছিল খাগকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলামের ছোট ভাই সজিব (২৫)। ঘটনার সময় তামান্না আড়াইহাজার আর্সেনিক হাসপাতালে চিকিৎসার জন্য আসে। এ সময় সজিবসহ কয়েকজন তাকে জোরপূর্বক অটোতে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ব্যাপারে অপহৃতার পিতা আজিজুর রহমান মোল্লা বাদী হয়ে চেয়ারম্যান আরিফসহ তার ভাই সজিব, শরিফ, নাহিদ ও ঝাউগড়া এলাকার টগরকে আসামী করে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে পরও ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে অপহৃতার পিতাকে অপহরণকারীদের সঙ্গে আপোষে যেতে হয়। সর্বশেষ জানা গেছে, ঈদের পর অপহরণকারী ও অপহৃতার মধ্যে বিয়ের কাজ সম্পন্ন করা হবে বলে আশ্বাসের ভিত্তিতে বিয়টি স্থানীয় ভাবে ফয়সালা করা হয়েছে।
এ ব্যাপারে অপহরণকারী সজিবের বড় ভাই খাগকান্দা ইউপির চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, অপহরণ নয়, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি মিমাংসা হয়ে গেছে।
এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম সোহাগ অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেছিলেন, অভিযোগ পেয়েছি। ব্যবস্থা নেয়া হচ্ছে।
আড়াইহাজার থানার ওসি মোঃ এমদাদুল হক তৈয়ব বলেন, দুই দিন আগে বিষয়টি আমি শুনেছি। তবে বিষয়টি মিমাংসা হয়ে গেছে।
প্রসঙ্গত, আরিফ চেয়ারম্যনের আরেক ভাই রাকিব জোর পুর্বক স্থানীয় এক সরকারী কর্মকর্তার মেয়েকে অপহরণ করে বিয়ে করে। তাছাড়াও তার ভাই সজিব স্থানীয় এন আর বিসি ব্যাংকের সহকারী ম্যানেজারকে তার অফিস কক্ষে ঢুকে মারপিট করে আহত করে। এ বিষয়টিও এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছিল।
এদিকে চেয়ারম্যান আরিফের ভাইয়েরা একের পর এক অপরাধ করে পার পেয়ে যাওয়ায় স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com