আড়াইহাজারে বিএনপির ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ৩০, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট মহাসড়কে প্রতিবন্ধকতা ও পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ এবং নাশকতার অভিযোগে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদকে প্রধান আসামি করে ৩১জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানার উপ-পরিদর্শক মো. রাসেল মিয়া বাদী হয়ে মামলা করেছেন। মামলায় এজাহারনামীয় অভিযুক্ত আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে ।
সোমবার (৩০ অক্টোবর) বিকালে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল মিয়া বাদী হয়ে মামলা করেছেন।
আসামিরা হলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক নজরুল ইসলাম আজাদ, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি মো. ইউসুফ আলী, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম সিকারী, মাসুম, রিপন মেম্বার, আল আমিন, আলমগীর, মো. সাদেক, তানভীর, আতাউর মেম্বার, আকাশ, সজল, শাওন, মামুন, আপু, আবদু, হাবিবুর রহমান, সাদেকুর রহমান সাদের, কবির হোসেন, এমদাদ হোসেন, পিয়ার আলী, মো. কামাল, মো. সজিব, ইদ্রিস আলী, মো. আজিজ, মো. রিজভি, জামির, রাজু, মো. জহির, মো. আক্তার।
মামলা সূত্রে জানা গেছে- বিএনপি-জামায়াত হরতালে ঢাকা-সিলেট মহাসড়কের পাচরুণী ৩৮নং সরকারী প্রাইমারী বিদ্যালয়ের সামনে পাকা রাস্তা বন্ধ করে ১নং আসামী নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে বিএনপি ও জামায়াত নেতা কর্মী ও সমর্থকরা লাঠিসোট, লোহার রড, ধারলো মারাত্মক অস্ত্র ও ইট পাটকেল, ককটেল ও বোমাসহ দলবদ্ধভাবে শক্তির মহড়া, প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে মহাসড়কে বিশৃংখলা ও অরাজক পরিস্থিতি করার ফলে রাস্তার যানবাহন চলাচল সম্পূর্নরুপে বন্ধ হয়ে যায়। এছাড়া রাস্তায় দাড়ানো অবস্থায় থাকা যানবাহন ভাংচুর করার চেষ্টা করে আসামিরা। এবং পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেলনিক্ষেপ করা হয়।
জনতার আওয়াজ/আ আ
