আত্মসমর্পণের পর বিএনপি নেতা জুয়েল কারাগারে - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৬, বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আত্মসমর্পণের পর বিএনপি নেতা জুয়েল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ১৭, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ১৭, ২০২৪ ৪:০৪ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার ঢাকার নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জুয়েলের আইনজীবী ইলতুতমিশ সওদাগর এ্যানি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে থাকা পুরনো দুই শতাধিক মামলার মধ্যে পাঁচটি মামলায় সাড়ে ১৫ বছর সাজা দেন আদালত।

এছাড়া পুরনো মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এসব মামলায় আদালতে আত্মসমর্পণ করলে পল্টন থানার দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠিয়ে দেন আদালত। ওই দুটি মামলাতে তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হয়েছিল।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ