আন্দোলনে নিহত রশিদের পরিবারকে বিএনপি’র গাভী সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ২২, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ২২, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
সরকার পতনের এক দাবিতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের ডাকা হরতাল চলাকালে গত বছর রাজধানীতে নিহত আবদুর রশিদের পরিবারকে বাছুরসহ একটি গাভী গরু সহায়তা হিসেবে তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার (২১ জুন) নাটোরের লালপুরের চংধুপইল ইউনিয়নে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গাভীটি পরিবারের সদস্যদের হাতে তুলে দেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু।
তিনি জানান, ‘গত বছরের ২৯ অক্টোবর গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে রাজধানী ঢাকায় জীবন দেন মহানগর উত্তর আদাবর থানা বিএনপির স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক আব্দুর রশীদ। তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশঃসভাবে হত্যা করে আওয়ামী লীগ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে রশিদের পরিবারকে সামান্য সহায়তা করা হয়েছে।’
পরে স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আব্দুর রশীদের কবর জিয়ারত করেন তাইফুল ইসলাম টিপু। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাগাতিপাড়ার পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দয়ারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আনছার আলীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।