আন্দোলন অব্যাহত রাখার বিকল্প নেই : অধ্যাপক মুজিবুর রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ২৬, ২০২৩ ১:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ২৬, ২০২৩ ১:২১ অপরাহ্ণ

ডেস্ক নিউজ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যারা আল্লাহর আইনের বিরোধী এবং সমাজ ও রাষ্ট্রে ইসলামবিরোধী ব্যবস্থা কায়েম রেখেছে, আগামী নির্বাচনে তাদের ভোট না দিতে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে মাঠে-ময়দানে কর্মী ভাইদের ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে অনেক বাধা-বিপত্তি আসবে। তবুও সেসব মোকাবিলা করে আন্দোলন চালিয়ে যেতে হবে। এর কোনো বিকল্প নেই।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের কর্মী সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঠাকুরগাঁও জেলা আমির মাওলানা আবদুল হাকিমের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন (সাঈদী), পঞ্চগড় জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবদুল খালেক, ঠাকুরগাঁও জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুহা. বেলাল উদ্দিন প্রধান, ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর সভাপতি মুহাম্মদ আদিউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা সভাপতি মুহাম্মদ আবু সুফিয়ান, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দীন আহমেদ, মাওলানা ফজলে রাব্বী মর্তুজাবী, মাওলানা খলিলুর রহমান প্রমুখ।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সমাজে যোগ্য মানুষ তৈরি, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র বিনির্মাণে জনমত গঠন এবং আল্লাহর সাহায্য প্রত্যাশার মাধ্যমে এদেশকে একটি সুখী-সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে অতীতের মতো নিরলস ও আপসহীন চেষ্টা অব্যাহত রাখতে হবে।
তিনি বলেন, ইসলামী আন্দোলনের জন্য বিরোধীদের পক্ষ থেকে আমাদের ওপর আঘাত, জুলুম ও নির্যাতন আসবে। আমাদের হয়তো আহত হতে হবে এবং প্রয়োজনে শহীদও হতে হবে। তারপরও আল্লাহর ওপর ভরসা করে ইসলামী আন্দোলনের কাজ চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ।
জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, আমাদের জান ও মালের কোরবানি দিয়ে দ্বীন কায়েমের রাস্তায় টিকে থাকতে হবে। দ্বীন বিজয়ের জন্য ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াতি কাজ ও সওয়াবের নিয়তে বেশি বেশি সালামের প্রচলন করতে হবে। ইকামাতে দ্বীনের অংশ হিসেবে ইয়াতিম-মিসকিনদের পাশে সাধ্যানুযায়ী দাঁড়াতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আবদুল হালিম বলেন, কর্মীদের আত্মগঠন ও মানোন্নয়নে অধিকতর যত্নবান হয়ে আন্দোলনের জন্য নিজেদের প্রস্তুত করার কোনো বিকল্প নেই। জামায়াত কর্মীরা হবে সত্যের বাস্তব সাক্ষ্য ও পরিবার গঠন, সমাজ গঠনে কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জনতার আওয়াজ/আ আ
