আফগানিস্তানকে ১৫৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৭, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আফগানিস্তানকে ১৫৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৩, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ দল। ওয়ানডে মিশন শেষ করে আজ টি-টোয়েন্টি সিরিজে মাঠে নেমেছে দু’দল। ওয়ানডে ফরম্যাটে আফগানদের বিপক্ষে সবদিক থেকে এগিয়ে থাকলেও টি-টোয়েন্টিতে পুরো উল্টো। তবুও ওয়ানডে সিরিজ জিতে আত্নবিশ্বাসী বাংলাদেশ টি-টোয়েন্টিতেও ভালো কিছু করতে চায়।

লিটন দাসের হাফ সেঞ্চুরিতে ভর করে আফগানিস্তানকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন লিটন দাস। তার ৬০ রানে ভর করে দেড়শ পার করে বাংলাদেশ। এ ছাড়া ৩০ রানের বেশি করতে পারেননি কোনো ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ আসে আফিফের ব্যাট থেকে। ১৭ রান করেন অভিষিক্ত মুনিম শাহরিয়ার। আফগানদের হয়ে ২ উইকেট করে নেন আজমতুল্লাহ ওমরজাই ও ফজল হক ফারুকি।

শেরে বাংলা স্টেডিয়ামে আজ আফগানদের বিপক্ষে ওপেন করতে নামেন বিপিএল মাতানো মুনিম শাহরিয়ার ও মোহাম্মদ নাঈম। প্রথম ওভারে বেশ আত্মবিশ্বাসী মুনিম। কিন্তু সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মোহাম্মদ নাঈম। মাত্র ২ রান করে আউট হন তিনি। তৃতীয় ওভারে দুর্দান্ত এক ইয়র্কারে নাঈমকে তুলে নেন আফগান পেসার ফজলহক ফারুকি। আম্পায়ার সায় না দিলেও রিভিও নিয়ে নাঈমকে ফেরত পাঠালো আফগানিস্তান।

দলীয় ৪৭ রানে বাংলাদেশকে বিপদে ফেলে সাজঘরে ফিরলেন সাকিব আল হাসান। কাইসের বলে সুইপ করতে গিয়ে ফাইন লেগে মুজিবের তালুবন্দি হবার আগে ৬ বল খেলে মাত্র ৫ রান করেন তিনি।

বাংলাদেশের একাদশ:

মুনিম শাহরিয়ার, লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ইয়াসির আলী, আফিফ হোসেন, মেহেদি হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

আফগানিস্তান একাদশ:

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কাইস আহমেদ ও দারউইশ রাসুলি।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ