আমিরাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৬:৪৩, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমিরাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ১০, ২০২৪ ১:০৮ অপরাহ্ণ

 

এম এনাম হোসেন, ইউএই থেকে

মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতেও এখন ডেঙ্গু আতঙ্ক। সম্প্রতি দেশটির বিভিন্ন স্থানে বেড়ে গেছে এর প্রকোপ। এরই মধ্যে এতে আক্রান্ত হয়ে মারা গেছেন কয়েক দিনের ব্যবধানে দুই প্রবাসী বাংলাদেশি। এছাড়া বিভিন্ন এলাকায় আরও কয়েকজনের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। আরব আমিরাত আজমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আবারও মোহাম্মদ শাহজাহান (২৫) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর গ্রামের ছিদ্দিক মেম্বারের বাড়ি মৃত্যু নুরুল ইসলামের ছেলে। শনিবার দুপুর ২টায় শারজাহ আল কাসীমি হসপিটালে তার মৃত্যু হয়। তার চাচাতো ভাই শাফাত উদ্দিন জানান, তিন বছর আগে আমিরাতে এসেছিলেন মোহাম্মদ শাহাজাহান ।
দেশিটিতে আসার পর থেকে একটি গ্রোসারি সুপারশপে চাকরি করতেন। বেশকিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন। পরে অসুস্থ আরও খারাপের দিকে গেলে গত শুক্রবার আল কাসীমি হসপিটাল ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে সেই রাতে আইসিইউতে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় শনিবারে দুপুরে শাহাজাহানের মৃত্যু হয় বলে জানান তার চাচাত ভাই। বেশ কদিন ধরে দেশটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে মশাবাহিত এ রোগটি। এতে দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশিকে নিজ নিজ বসবাসের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও জ্বরের লক্ষণ দেখামাত্র চিকিৎসকের পরামর্শ নেয়ার অনুরোধ করছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দরা ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com