আমিরাতে পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৩৮, শনিবার, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আমিরাতে পৌঁছালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৭, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৭, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ

 

ডেস্ক নিউজ
দুবাই এক্সপোসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আয়োজনে যোগ দিতে পাঁচ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রেসিডেন্সিয়াল ফ্লাইট টার্মিনালে এসে পৌঁছান তিনি।

আবুধাবি দূতাবাসের লেবার কাউন্সিলর আবদুল আলিম মিয়া জানান, প্রধানমন্ত্রী আবুধাবি পৌঁছলে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দেশটির সংস্কৃতি ও যুব মন্ত্রী নওরা বিনতে মোহাম্মদ আল ক্কাবি। এসময় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, দূতাবাস ও বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিমানবন্দর থেকে আবুধাবি সাংগ্রিলা হোটেলের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সফরকালে তিনি এই হোটেলে অবস্থান করবেন।

আমিরাতের উপ-রাষ্ট্রপতি ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে দীর্ঘ তিন বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরে আসেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়কমন্ত্রী ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। ব্যবসায়ী প্রতিনিধি দলে রয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরসহ দেশের শীর্ষ ব্যবসায়ীরা।

এর আগে সোমবার (৭ মার্চ) বিকাল সোয়া ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০১ ভিভিআইপি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হন তিনি।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ