আমিরাত বিএনপি নেতা তছলিম উদ্দিন চৌধুরীর বড় ভাই’র স্মরণে সভা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুন ১৯, ২০২৪ ২:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুন ১৯, ২০২৪ ২:০২ অপরাহ্ণ

এম এনাম হোসেন, আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, আজমান বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউএই’র অন্যতম নেতা মুহাম্মদ তসলিম উদ্দিন চৌধুরী’র বড় ভাই মরহুম আবু তাহের চৌধুরীর অকাল মৃত্যুতে ঈসালে সওয়াব মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮জুন (মঙ্গলবার) আজমান সানাইয়া মিনার রেস্টুরেন্টে অনুষ্ঠিত স্মরণ সভায় জনাব তছলিম উদ্দিন চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জনাব জাকির হোসেন। এতে যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুস সালাম তালুকদার, আবুধাবি বিএনপির সভাপতি ইসমাইল হোসেন তালুকদার, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউএই’র আহ্বায়ক জনাব নাসিম উদ্দিন চৌধুরী ও ইউএই বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম এনাম হোসেন, আজমান বিএনপির সভাপতি শাহিনুর শাহিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
ইউএই যুবদল নেতা সাইফ তারেক এর সঞ্চালনায় স্মরণ সভায় উপস্থিত ছিলেন ইউএই বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আমিরুল ইসলাম এনাম,শারজাহ বিএনপির সভাপতি প্রকৌশলী করিমুল হক, ইউএই বিএনপির অন্যতম সদস্য প্রকৌশলী জাহাঙ্গীর আলম রুপু, সামছুন নাহার স্বপ্না, নাসির উদ্দিন চৌধুরী, মোসাপ্পাহ বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ হোসেন তালুকদার, দুবাই বিএনপির সদস্য সচিব মুজিবুল হক মঞ্জু, এস এম মোদাচ্ছের শাহ, মোসাপ্পাহ বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সেলিমুর রহমান, আল আইন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাছের হেজাজি, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইউএই’র অন্যতম নেতা হাবিবুর রহমান হাবিব, আবুল হাশেম মুরাদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, যুবদল ইউএই’র সমন্বয়ক নীল রতন দাস, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, ইউএই যুবদল নেতা আনোয়ার হোসেন, হুমায়ূন কবির সুমন, সজীব গাজী, জয়নাল আবেদীন, আজিম উদ্দিন শাহ বাচ্চু, গাজী মুহাম্মদ সেলিম, পাপ্পু খান, মফিজ উদ্দিন, সাদ্দাম হোসেন, নাজিম উদ্দিন, বেদারুল হায়াত খান, মুহাম্মদ ওসমান, মুহাম্মদ মহিউদ্দিন, এম এ হালিম, ফিরোজ মাহমুদ চৌধুরী, মুহাম্মদ ওসমান চৌধুরী, মুহাম্মদ ফরমান চৌধুরী, আজমান স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুহাম্মদ মনির সহ ইউএই বিএনপি, যুবদল ও প্রবাসী কল্যাণ পরিষদের অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দ।
স্মরণ সভা পূর্ব খতমে কোরআন পরিচালনা করেন হাফেজ মাওলানা নুরুল আলম, হাফেজ মাওলানা মুছা আল কাদেরী, হাফেজ মুহাম্মদ এরশাদ, মাওলানা জালাল উদ্দিন, হাফেজ আমির হোসেন, হাফেজ আবুল বশর, হাফেজ মিজানুর রহমান প্রমুখ।
মরহুম আবু তাহের চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মোবারক আলী। এতে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য লাভ, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত, বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, মরহুম সাইফুদ্দিন কাদের চৌধুরী, তছলিম উদ্দিন চৌধুরীর মরহুম পিতা-মাতা সহ পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত, বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য হুমাম কাদের চৌধুরী ও তার মাতা মিসেস ফরহাদ কাদের চৌধুরীর সুস্বাস্থ্য সহ দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন।
জনতার আওয়াজ/আ আ
