‘আয়না ঘরে নির্যাতন’ : মুফতি আমির হামজার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ১১, ২০২৫ ১০:৩৪ অপরাহ্ণ

আশরাফুল মামুন, মালয়েশিয়া
রিমান্ডে থাকাকালীন এক যুবদল নেতাকে হাতাওয়ালা চেয়ারে বসিয়ে হাত-পা বেঁধে মিনিটে ১২০ বার ঘোরানো হয়েছিল এবং তার আঙ্গুলের নখ তুলে লবণ ছিটিয়ে দেয়া হয়েছিল।
কুষ্টিয়ার ইসলামী বক্তা মুফতি আমির হামজা অভিযোগ করেছেন, তাকে আয়না ঘরে আটকে রেখে নির্যাতন করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) কুয়ালালামপুরের একটি হোটেলে বাংলাদেশ প্রবাসী মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
মুফতি আমির হামজা বলেন, রিমান্ডে থাকাকালীন এক যুবদল নেতাকে হাতাওয়ালা চেয়ারে বসিয়ে হাত-পা বেঁধে মিনিটে ১২০ বার ঘোরানো হয়েছিল এবং তার আঙ্গুলের নখ তুলে লবণ ছিটিয়ে দেয়া হয়েছিল।
তিনি বলেন, ঠুনকো মামলায় তাকে তিন বছর জামিন ছাড়া আটকে রাখা হয়েছিল।
তিনি দাবি করেন, বিএনপি এখন মজলুম দল এবং তারেক রহমানের পিএসদের সাথে তিনি আয়না ঘরে আটক ছিলেন। তিনি তারেক রহমানের পিএস মিয়া নুরুদ্দিন অপু ও গিয়াসউদ্দিন মামুনের সাথে আয়না ঘরে লুডু খেলার কথাও উল্লেখ করেন।
তিনি আরো জানান, ২৪ ঘণ্টা তাদের ওপর সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হতো এবং তাদের কেউ যেন কথা বলতে না পারে সেজন্য তাদের তালাবদ্ধ করে রাখা হতো।
অনুষ্ঠানে অন্যদের আরো বক্তব্য রাখেন পিএইচডি গবেষক মিছবাহ উদ্দিন, নাগাইশ দরবারের শরীফের পীর হ: মা: মোশতাক ফয়েজী, হাফেজ মাওলানা মাহফুজুর রহমান এবং মাওলানা হোসেন আহমাদ। বাংলাদেশ প্রবাসী মুসলিম কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ
