আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে লন্ডন মহানগর বিএনপির পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা নিবেদন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪ ২:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২২, ২০২৪ ২:২৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিনিধি
আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি ২১ ফেব্রুয়ারি ২০২৪ ইংরেজী রাত ১২:০১ ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে লন্ডন মহানগর বিএনপির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্তক অর্পণ করেন শ্রদ্ধা জানিয়েছে। যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সভাপতি মোঃ তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাধারণ সমপাদক আবেদ রাজা ও যুক্তরাজ্য বিএনপির সদস্য ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সস্পাদক খালেদ চৌধুরীর নেতৃত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুর রব. সহ-সভাপতি কদর উদ্দিন. সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ. দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মাসুক. আইন বিষয়ক সস্পাদক মোঃ শাহনেওয়াজ. স্বনির্ভর বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন. লন্ডন মহানগর বিএনপি নেতা রানা আহমদ সোহেল. তোতা মাস্টার. বাচ্চু মিয়া. জামাল হোসেন. মো: আশরাফুল আলম, এ কে এম নেছার উদ্দিন. রোকন মিয়া. শেরওয়ান আলী. আলী উজ্জল. ইফতেখার হোসেন চৌধুরী সাকী. আব্দুল হক শাওন. হালিমুল ইসলাম হালিম. শাহেদ আহমদ. মোঃ শাহেদ. মাহবুব হোসাইন. ফরহাদ আহমদ. মো:শাহরিয়ার বিন আরিফ আকিব. শরিফুল ইসলাম. জেছমিন বেগম. মৌলানা আঃ মুহিত. মো: ওমর ফারুক ইমন. সোয়েব ইসলাম. মো পারভেজ মিয়া সুজা। সৈয়দ তারেক রশিদ. সুয়েব ইসলাম. কবির আহমদ. জাহিদ হাসান. রোহান তারিক. কবির আহমদ. ফরহাদ আহমদ. সোয়েব ইসলাম. কামরুল হাসান ভূঁইয়া. জুলফু আহমদ. মোঃ আবু কায়েছ. নিউটন মন্ডল. আব্দুল্লাহ আল মাসুদ সাদিক ভূঁইয়া. আল আমিন মিয়া. মোঃ আনোয়ার উল্লাহ. মোঃ শাহরিয়ার বিন আরিফ. মোঃ আরিফুল ইসলাম জাহেদ. মেহেদী হাসান ফাহিম. জাফরল করিম. মাহফুজ আহমেদ. মোঃ গালিব আল শোয়ইব. মফিজুর রহমান মুরাদ. মোঃ জাহেদুল ইসলাম. মোঃ জাবের চৌধুরী. পল্লব দাস. আবু তাইয়েব কাওছার. সাঈদুল ইসলাম. শেখ জাহিদ. মোঃ তানভীর হোসেন সিদ্দিকী. মোঃ আবু তায়্যিব. মোঃ সাইফুল আলম. নিজাম উদ্দিন. প্রমুখ।