আ'লীগ এখন মরা লাশ, লাশ নিয়ে টানাটানি করে সান্ত্বনা ছাড়া কিছু নেই - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:১৫, শনিবার, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আ’লীগ এখন মরা লাশ, লাশ নিয়ে টানাটানি করে সান্ত্বনা ছাড়া কিছু নেই

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলছেন, আওয়ামী লীগ এখন মরা লাশ। এ লাশ নিয়ে টানাটানি করে সান্ত্বনা ছাড়া আর কিছুই নেই। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রংপুরের গঙ্গাচড়ায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, হাসিনা সরকার পতনের পর যে খেলা শুরু হয়েছে সেটা বন্ধ করুন। অন্যথায় আপনাদের জন্য সেটা শুভ হবে না। সরকারকে অনুরোধ জানাবো সীমান্তবর্তী মানুষকে সামরিক ট্রেনিং দিয়ে প্রয়োজনে বিজিবির সঙ্গে তারাও কাজ করবে। তবুও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের সঙ্গে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা করেছে। আমাদের কিছু ভূমি দখলের পাঁয়তারা করছে তারা। শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদের সুযোগ করে দিয়েছিল।

রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক হানিফ খান সজিবের সভাপতিত্বে মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ