আ’লীগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের রিট
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, অক্টোবর ২৮, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, অক্টোবর ২৮, ২০২৪ ১:৩৭ অপরাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিসের আলম। রিটে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষে তারা এই রিট করেন। এছাড়াও গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাডভোকেট আহসানুল করিম।
জানা যায়, হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে। রিটে আওয়ামী লীগ যাতে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালাতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে।
বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি সিকদার মো. মাহমুদুর রাজীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।
অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, দলটি যাতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পারেন সেজন্য এ রিট করা হয়েছে।
গত আগস্ট মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে একটি রিট করা হয়েছিল। বিচারপতি একেএম আসাদুজ্জামানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চে তা খারিজ করে দেয়।