আসছে জয়ার ‘বাগান বিলাস’ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৪৬, রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

আসছে জয়ার ‘বাগান বিলাস’

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ণ

 

বিনোদন ডেস্ক
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি তিনি অভিনয় করেছেন ‘বাগান বিলাস’- নামক একটি মিউজিক্যাল ফিল্মে। এটি পরিচালনা করেছেন সাদিয়া ইসলাম রোজা। সম্প্রতি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে একটি ছবি পোস্ট করেন জয়া। তিনি জানান, তাদের সঙ্গে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা এবার ফুরোতে চলেছে। শনিবার জয়া তার ফেসবুক পেজে দেয়া পোস্টে জানিয়েছেন, ২৭শে জানুয়ারি রাত ৯টায় মুক্তি পাবে ‘বাগান বিলাস’। জয়া বলেন, এটা আমার জন্য বিশেষ একটা কাজ। এমন কাজের সঙ্গে আগে আমি যুক্ত হইনি। গত মাসে শুটিং করেছি। একদমই নতুন গল্প ও চরিত্রে দর্শক আমাকে দেখবেন। এদিকে, জয়ার সঙ্গে কাজ করে উচ্ছ্বসিত সংগীতশিল্পী প্রীতম হাসান। তিনি বলেন, জয়া আপুর সঙ্গে এটিই আমার প্রথম স্ক্রিন শেয়ার করা। এটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। সঙ্গে এলিটা করিমও আছেন। আশা করি, এটি দারুণ কিছু হবে। এদিকে জয়া আহসানকে সম্প্রতি দেখা গেছে নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজ ‘২ষ’-তে। এর বাইরেও ক’দিন আগে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘নকশি কাঁথার জমিন’।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ