ইউক্রেনকে ১০ হাজার ড্রোন দেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে রজব, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ইউক্রেনকে ১০ হাজার ড্রোন দেয়ার ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ৯:৫০ অপরাহ্ণ

 

আরিফ মাহফুজ , লন্ডন

রাশিয়ার – ইউক্রেনের চলমান যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ১০ হাজার ড্রোন দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। কিয়েভ সফরকালে ৭ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ ঘোষণা দেন ব্রিটিশ প্রতিরক্ষা সচিব গ্রান্ট শ্যাপস। এ খবর দিয়েছে স্কাই নিউজ।

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে , অত্যাধুনিক ড্রোন তৈরিতে আরও ১২৫ মিলিয়ন পাউন্ড ব্যয় করছে যুক্তরাজ্য । ইউক্রেনের জন্য ১০ হাজার ড্রোন সহ যুক্তরাজ্যের মোট ড্রোন প্যাকেজের পরিমাণ হবে ৩২৫ মিলিয়ন পাউন্ডের কোটায়।

ইউক্রেনের জন্য বরাদ্দকৃত ড্রোনের ধরণ বর্ণনা করতে গিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে ,অধিকাংশ ড্রোন হবে তাৎক্ষণিক ভিডিও ও স্থিরচিত্র সরবরাহকারী (FPV) ড্রোন এবং সাথে কামিকাজে- নজরদারি ও সামুদ্রিক ড্রোন ।

ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গে সাক্ষাৎ করেছেন শ্যাপস। তিনি বলেছেন, যুক্তরাজ্যের বিশ্বমানের সমরাস্ত্র কারখানাগুলোতে থেকে আসা অত্যাধুনিক নতুন ড্রোন দিয়ে ইউক্রেনকে অস্ত্রসজ্জিত করার আমাদের প্রতিশ্রুতি আমি জোরদার করছি। ব্রিটিশ প্রতিরক্ষা সচিব যুদ্ধ চলাকালীন সময়ে এ নিয়ে তিনবার ইউক্রেন সফর করেছেন ।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ