ইতালিতে যুবদলের আলোচনা সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জুন ২৪, ২০২৪ ১২:৪২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জুন ২৪, ২০২৪ ১২:৪২ পূর্বাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ইতালিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) ইতালির ভিচেন্সা যুবদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গণি। প্রধান বক্তা হয়ে ছিলেন ইতালি যুবদলের সাধারণ সম্পাদক ওমর ফারুক।
অনুষ্ঠানে ইতালির ভিচেন্সা যুবদলের সভাপতি মাঈন উদ্দিন প্রিন্সের সভাপতিত্বে যৌথ সঞ্চলনা করেন একই সংগঠনের ভিচেন্সার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সহসভাপতি আবু সায়েম।
আগত অতিথিদের ফুল দিয়ে বরণ করে কোরআন তেলাওয়াত জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মধ্যে দিয়ে সভা পরিচালনার কার্যক্রম শুরু করেন। আব্দুল কাইয়ুম কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি শুভেচ্ছা বিনিময় ও বক্তব্য রাখেন সাবেক সফল আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মহিদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ভিচেন্সা যুবদলের সিনিয়র সহসভাপতি ফরহাদ হোসেন।
এতে প্রধান অতিথি ও প্রধান বক্তার গুরুত্বপূর্ণ বক্তব্যের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম মান্না উপদেষ্টা সদস্য, ভিচেন্সা বিএনপির সিনিয়র সহসভাপতি শিকদার মোহাম্মদ কায়েস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সাত্তার, সহসভাপতি জাকির হোসেন, ভিচেন্সা যুবদলের প্রথম সদস্য ওবায়দুল্লাহ জাকির, সাবেক ছাত্রনেতা মামুন খান, বিশিষ্ট ব্যবসায়ী পলাশ হাওলাদার, জেনেবা থেকে আগত যুবনেতা রিমন, পাদোভা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী মোহাম্মদ আরিফ, ভিচেন্সা যুবদলের সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভিচেন্সা যুবদলের প্রধান উপদেষ্টা ইমরান খান।
এ সময় শহীদ জিয়ার আদর্শের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পাশাপাশি অ্যাডভোকেট মনিরুজ্জামান, জাফর আহমেদ, ওবায়দুল্লাহ জাকির, শিবলী সাদিক, মারুফ, রহমান জিয়া, পারভেজ আহমেদ মো. মিলন, শরীফ আহমেদ, মীর ইসমাইল, মাসুদ চৌধুরী, পলাশ হাওলাদার। এ ছাড়া পাদোবা বিএনপির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক কামাল আকন্দ, যুবদল সভাপতি জাহাঙ্গীর চৌধুরী, মোহাম্মদ রিপন, জাহিদ হোসেন, আনিসুর রহমানসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
যুবদল আয়োজিত এই দোয়া মাহফিলে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সব নেতাকর্মীর সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। যুবদল সভাপতি মঈন উদ্দিন প্রিন্সের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
জনতার আওয়াজ/আ আ
