ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাসসহ সকল পাওনা বুঝিয়ে দিতে হবে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ৯, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ৯, ২০২৫ ৯:৫২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ঈদের আগেই শ্রমিকদের বেতন-বোনাসসহ সকল পাওনা বুঝিয়ে দিতে মালিক পক্ষের কাছে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।
তিনি বলেন, বিভিন্ন অজুহাতে গার্মেন্টস শ্রমিকসহ বিভিন্ন সেক্টরের শ্রমিকদের বেতন বোনাস না দিয়ে কোন কোন মালিক পক্ষ ঈদের আগে নিখোঁজ হয়ে যান, যা কোনভাবেই কাম্য নয়। শ্রমিক অবহেলা করে বা ঠকিয়ে দেশের উন্নতি সম্ভব নয়।
রবিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ খানা বাসমতি রেস্টুরেন্টে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের শপথ অনুষ্ঠান ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ শাহাদাত হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান, মাওলানা শাহজামাল, হাজী মো. শাহাদাত হোসেন, হাফেজ মাওলানা মুয়াবিয়া, ইমাম হোসেন ভুইয়া, মু. শামসুল ইসলাম মোল্লা। ইফতার দোয়া পূর্ব পরিচালনা করেন দীনি সংগঠনের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা। এর আগে নবগঠিত কমিটির শপথবাক্য পাঠ করান মাওলানা খলিলুর রহমান।
সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় কুরআন নাজিলের মাসে কুরআনের আলোকে রাষ্ট্র পরিচালনার বিকল্প নেই।
প্রধান বক্তা মাওলানা খলিলুর রহমান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সকল ধরনের অপরাধ বৃদ্ধি পেয়েছে। খুন-ধর্ষণ অনেকাংশে বেড়ে গেছে। এমতাবস্থায় কঠোরহস্তে আইন শৃঙ্খলার উন্নতি করতে হবে। অপরাধ দমন করতে না পারলে দেশ ভয়াবহ পরিস্তিতির দিকে অগ্রসর হবে। শিশু ধর্ষকের শাস্তি দ্রুত ও প্রকাশ্যে হলে এই ধরণের অপরাধ বন্ধ হয়ে যেতো। কিন্তু আইনের দীর্ঘসূত্রিতার কারণে মাগুরায় আরো একটা শিশুকে পাশবিক নির্যাতনের শিকার হতে হলো।
জনতার আওয়াজ/আ আ
