উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠান : আমিরাত বিএনপি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪০, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠান : আমিরাত বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৪, ২০২৪ ২:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৪, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ

 

এম এনাম হোসেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য সরকারের প্রতি বিদেশ প্রেরণের জোর দাবি জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত বিএনপি’র নেতৃবৃন্দ। সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন ও যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম তালুকদার সহ নেতৃবৃন্দের পক্ষে প্রেরিত এক বার্তায় এই দাবি জানানো হয়।

আমিরাত বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এম হোসেন কর্তৃক প্রেরিত এই বার্তায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন দিন ধরে অসুস্থ নেত্রীকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণের দাবিকে উপেক্ষা করা হচ্ছে। সরকারের এই তালবাহনা সন্দেহজনক ও দুরভিসন্ধি মুলক মনে হয়। মানবিক কারনে একজন সাধারণ মানুষের প্রতি যে আচরণ করা হয় একজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ততটুকু করা হচ্ছে না। শুধু সরকার নয় সরকারের আজ্ঞাবহ চিকিৎসার নামে সাধারণ মানুষকে লুটেপুটে খাওয়া কিছু হাসপাতালের মধ্যে অন্যতম ইউনাইটেড হাসপাতাল কতৃপক্ষের গতকালের আচরণ আরো নিন্দনীয়। একজন সাবেক প্রধানমন্ত্রীকে অ্যাম্বুলেন্স ও ইনজেকশন সামগ্রী সরবরাহ না করে তারা যেভাবে একটি নির্দিষ্ট দলের ন্যায় ঘৃন্যতম আচরণ করেছে তা জাতি দেখেছে। জাতী বিষয় গুলো স্মরণ রাখবে। বেগম খালেদা জিয়া সাধারণ কোন নাগরিক নয়। দেশের প্রথম শ্রেণীর নাগরিক তিনি। তার প্রতি এই অবিচারে সরকারের হীনমন্যতার পরিচয় মেলে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকারের বিরুদ্ধে কথা বলা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়, আমাদের নেত্রীর ন্যায্য অধিকার সুচিকিৎসা নিশ্চিত করার কথা বলছি। উন্নত চিকিৎসার জন্য উনাকে বিদেশ প্রেরন করার দাবি নিয়ে কথা বলছি। সরকারকে এই দাবি অবশ্যই মানতে হবে। এই দাবি মামুলি কিছু নয় , এইটা বেগম খালেদা জিয়ার প্রাপ্য সাংবিধানিক অধিকার। সরকার গায়ের জোরে তা থেকে একজন সাবেক প্রধানমন্ত্রীকে বঞ্চিত করে রেখেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই।

নেতৃবৃন্দ বলেন, কোটি কোটি টাকার দুর্নীতিবাজরা হাসিনার গা ঘেষে বসে আছে, বিদেশে বিলিয়ন বিলিয়ন টাকা পাচার করা লোকগুলো অবৈধ প্রধানমন্ত্রীর আত্মার আত্মীয়। জয়-পুতুল, বেনজির- আজিজ- মতিউর রহমান থেকে শুরু করে দেশের সম্পদ চুরি করা সকল চোরদের বেনিফিসিয়ারি বাংলাদেশের আজকের অবৈধ প্রধানমন্ত্রী হাসিনা, এই সত্যটি পৃথিবীর সকল মানুষ বুঝে। এতো চোর ডাকাত নিয়ে যেই হাসিনার বসবাস আজ সে হাসিনার মিথ্যাচারের শিকার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া।

নেতৃবৃন্দ আরও বলেন, বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশ প্রেরন করে সুচিকিৎসার সুযোগ দিতে হবে। উনার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। হাসিনার হিংসাত্মক রাজনীতির শিকার হয়ে ইতিমধ্যে বিএনপির অনেক নেতাকর্মী কারাগারে মৃত্যবরন করেছে। আজ দেশবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যাপারেও উদ্বিগ্ন- উৎকণ্ঠার মধ্যে রয়েছে। সরকারকে দায় দায়িত্ব নিয়ে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে হব। অন্যথায় হাসিনাকে এর জন্য দায়ী থাকতে হবে।

নেতৃবৃন্দ, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য প্রবাসী জনসাধারণের নিকট দোয়া চেয়েছেন এবং আল্লাহ পাকের দরবারে তার সুস্থতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ