এইতো আমার গ্রাম : সায়েক এম রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ১৮, ২০২৪ ১২:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ১৯, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ
এইতো আমার সেই ছোট্র গ্রাম, এইতো আমার মা,
হাজার হাজার মাইল দূরে অইতো দেখা যায়!
মন আরেক বার ফিরে যেতে চায় পল্লী মায়ের কূল,
সুদূর প্রবাস থেকে আজও খোঁজে বেড়াই সেই সবুজ গ্রামের ফল মূল।
স্মৃতিতে মনে পড়ে মসজিদে মুয়াজ্জিনের আজান, জুম্মা বারে কলাপাতায় শিন্নি, মক্তবের ছুটির দৌঁড়,
এ সবই যেন মিশে আছে বাল্যের স্মৃতির পাতায় পাতায়।।
সবুজ গ্রাম দেখলেই বাল্যের স্মৃতিতে বুকে করে চিন চিন,
মধুর সুন্দর বাল্য মনের আয়নায় ভেসে বেড়ায় প্রতিদিন,
বুকে করে চিন চিন।।
এইতো আমার গ্রাম, এইতো আমার “মা”।।।
চলবে,,,,,