এই আত্মবিশ্বাস এশিয়া কাপ ও বিশ্বকাপেও চান সাকিব – জনতার আওয়াজ
  • আজ রাত ৪:২০, শুক্রবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এই আত্মবিশ্বাস এশিয়া কাপ ও বিশ্বকাপেও চান সাকিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৭:১২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৭, ২০২৩ ৭:১২ পূর্বাহ্ণ

 

ওয়ানডেতে পরাজয়ের বেদনা টি-টোয়েন্টিতে বেশ ভালোভাবেই ঘুচিয়ে দিয়েছে বাংলাদেশ। সিলেটে দুই ম্যাচের সিরিজে দুইটাতেই জিতেছে সাকিব আল হাসানের দল। হারানো আত্মবিশ্বাসও তাই হয়েছে চাঙা।

টাইগারদের এরপরের বড় মিশন এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপ। এই দুই আসরই অনুষ্ঠিত হবে এশিয়ার কন্ডিশনে। ফলে টি-টোয়েন্টি আর ওয়ানডে দুই ধাঁচের খেলা হলেও আফগানদের হারানোর অভিজ্ঞতা আসন্ন দুই বড় আসরে কাজে লাগবেই।

পুরস্কার বিতরণী  অনুষ্ঠানে টি-টোয়েন্টি সিরিজের জয় কীভাবে ওয়ানডে ফরম্যাটের বিগ ইভেন্টে কাজে লাগবে সাকিব তাও জানিয়েছে বেশ গুছিয়ে। অধিনায়ক বলেছেন, ‘ওয়ানডে দলে যারা খেলে, তাদের অনেকেই এই টি-টোয়েন্টি দলেও আছে। ফলে ওরা এখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপে যাবে।’

আফিফ হোসেনকে ওপেনিংয়ে তাওহিদ হৃদয়কে চারে পাঠানোর কারণও জানিয়েছেন সাকিব। বলেছেন, ‘আমি ও কোচিং স্টাফরা মিলে চেয়েছিলাম, তরুণেরা বেশি সময় ধরে ব্যাটিং করুক, ম্যাচটা শেষ করুক।’

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ