একজন আবদুল আজিজ : নজরুল ইসলাম চৌধুরী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১৪, রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

একজন আবদুল আজিজ : নজরুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ৩:০৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ

 

আমার পরম শ্রদ্ধাভাজন দেশ প্রেমিক রাজনৈতিক মহান ব‌্যক্তিত্ব যিনি বাংলাদেশের ৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অনেক পুর্বেই কাগমারী সম্মলনে পশ্চিমাদের কে কঠোর ভাষায় জানিয়ে বলেছিলেন ” ওয়া আলাইকুম আস্ সালাম ” তিনি ছিলেন সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মুক্তিকামী মানুষের সু মহান প্রতিক মজলুম জননেতা মরহুম মওলানা আবদুল হামিদ খাঁন ভাসানী । মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খাঁন পশ্চিমা হায়নার ‘ ৭০ এর পাতানো নির্বাচনে হুংকার দিয়ে বলেছিেন ” ভোটের বাক্সে লাথি মার , পুর্ব বাংলা সাধীন কর ” শত চেষ্টা করেও পশ্চিমাদের আঁতাত থেকে হুজুর ( মওলানা ভাসানী ) তখনকার শেখ মুজিবুর রহমান কে নির্বাচন বয়কট করাতে পারেন নি। ১৯৭০ এর নির্বাচন পরবর্তি নানাহ গঠনা ও বাস্তবতা নিয়ে আলোচনা আমার লিখনির মূল লক্ষ নয়। কারন সেই ইতিহাস কারোই অজানা নয। যদিও সত্তুর পরবর্তি প্রজন্মের অনেকটা অজানা। এর জন‌্য দায়ী দেশের রাজনৈতিক রাজনীতিক গং বলে আমি বিশ্বাস করি। শুধু এইটুকুই না বললেই নয় , ১৯৭১ সালের ২৫ মার্চের রাতে পশ্চিমা হানাদার তদকালিন পুর্ব পাকিস্থানের ঘুমন্ত জনতার ওপর গনহত্যা চালিয়েছিল ঠিক তখনি নাটকিয় ভাবে শেখ মুজিবুর রহমান পাকিস্থানী হায়নাদের হাতে আত্ব সমর্পণ করে তদকালিন পুর্ব পাকিস্থানের দিকহারা গন মানুষদের কে গহীন অন্ধকারে নিমজ্জিত করে পশ্চিমাদের হাতে সেচ্ছায় ধরা দিয়ে পাকিস্থানে ফাঁড়ি দিয়েছিলেন। তখনকার গহীন অমানিশার ঘোর থেকে আশার আলো দেখিয়ে জাতিকে আলোর পথ দেখিয়েছিলেন তদকালিন পাকিস্থানী সেনা বাহিনী থেকে ঘুরে দাঁড়িয়ে ( রিভোল্ট ) মহান সাধীনতা ঘোষনা দিয়ে মহান মুক্তিযুদ্ধের সুচনা করেছিলেন।


আসছি মূল কথায়। জনাব ডাক্তার আবদুল আজীজ ছিলেন সেই ৬০- ৭০ দশকে , বাংলাদেশের একমাত্র স্বপ্ন দ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খাঁন ভাসানীর খুবেই স্নেহের এবং অতি বিশ্বস্ত একজন ন‌্যাপের ‍অকুতভয় একজন ছাত্র নেতা।
পরবর্তীতে ১৯৭৭ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত জাগ দলের সিলেট গোলাফ গঞ্জ পর্তিষ্ঠা কালিন সময়ের একজন নেতা।
ডাক্তার আবদুল আজীজ ভাইকে আমি যতখানি চিনেছি , জেনেছি – তিনি সেই ছাত্রত্ব কালিন থেকে আজঅবদি একজন নিখুঁত দেশ প্রেমিক । শুধু তাই নয় , তিনি একজন খাঁটি বাংলাদেশী । আজীজ ভাই আজো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রনিত বাংলাদেশী জাতীয়তাবাদের একজন অনুসারী । যার প্রমান বিগত পনর বছর ধরে হাসিনা রেজিমের তথা ফ‌্যাসিষ্ট ইজমের কবল থেকে দেশ জাতী কে বাঁচিয়ে শহীদ জিয়ার বহুদলিয় গনতন্ত্রের পথ কে পুঃন প্রতিষ্ঠার লক্ষে সুদুর বিলেতের একজন প্রবাসী যোদ্ধা হিসাবে নিরলস ফ‌্যাসিস্ট বিরোধী কর্মকান্ড থেকে একজন কলম যোদ্ধা এবং সংবাদ মাধ্যম কে প্রধান অস্র হিসাবে যথাযথ দায়িত্ব পালন থেকে বিন্দুমাত্র পিচ পাও হননি।


ফ‌্যসিস্ট হাসিনা রেজিমে এবং আওয়ামী ফ্যাসিস্টবাদী মোকাবিলা করার জন‌্য ” লন্ডন – শীর্ষ নিউজ এবং জনতার আওয়াজ নিউজ নামে অন লাইন পত্রিকা সম্পাদক হিসাবে মিডিয়া যোদ্ধা হিসাবে অদ‌্যবধি নিরলস পরিশ্রম করে চলেছেন। জনাব ডাঃ আবদুল আজীজ এর পাশাপাশি আরেকজন বরণ‌্য ব‌্যক্তিত্ব বিশিষ্ট কলামিস্ট , রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার অংগনের অনন্য প্রতিক জনাব সায়েক এম রহমান ” জনতার আওয়াজ ” পত্রিকার উপদেষ্টা এবং সহকারী সম্পাদক । জনাব আবদুল আজীজ এবং সায়েক এম রহমান এই দুই জনের মেধা , প্রজ্ঞা আর মূল্লবান সময় ও অর্থনৈতিক ত‌্যাগের ফসল হলো ” জনাতার আওয়াজ ” অন লাইন পত্রিকা।
পত্রিকা প্রকাশে এই দুই জাতিয়তাবাদী সাহসী যোদ্ধা আবদুল আজীজ ও সায়েক এম রহমান ফ‌্যাসিস্ট হাসিনার মুখোশ উম্মচন করে দেশ জাতী কে হায়নার কবল থেকে বাঁচাতে জনগন প্রস্তুত করার লক্ষ্যে “একটি ভোরের প্রতিক্ষায় ” বইয়ের মোরক উম্মচন করে ছিলেন। যে বইটি প্রকাশে ফ‌্যাসিস্ট হাসিনা নিশিদ্ধ ঘোষনা করেছিলেন। কিন্তু বইটি উভয় মিডিয়া যোদ্ধার সাহসী মেধার সুবাদে উক্ত বইটি দেশ বিদেশে জাতিয়তাবাদী যোদ্ধাদের হাতে হাতে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন।
য়ার কিছুটা গুরু দায়িত্ব পালনের কারনে আমি নিজেকে আজো ধন‌্য মনে করছি।


ফ‌্যাসিস্ট অবসানের সংগ্রামী যুদ্ধের পথ চলার কঠিন ক্লান্তি কালে জনাব সায়েক এম রহমান তাঁর নিজ সম্পাদনায় ‍একটি ঐতিহাসিক বই প্রকাশ করেছিলেন । যে বইটির নাম ছিল ” অবরুদ্ধ বাংলাদেশ ” । যে বইটি ও ফ্যাসিস্ট হাসিনা নিশিদ্ধ ঘোষনা করেছিল।
আমি জানিনা ফ‌্যাসিস্ট হাসিনা এবং তার ফেসীবাদের অবসান করার জন্য জাতী কে ঐক বদ্ধ করার লক্ষ্যে যে ভুমিকা জীবন বাজি রেখে নিরলস দায়িত্ব পালন করেছিলেন তা দেশের রাজনৈতিক অংগন কতখানি মূল্লায়ন করবেন ????
বেশ কুছুদিন ধরে জনাব ডাঃ আবদুল আজীজ ভাই গরুতর অসুস্থ অসুস্থতার করানে গেল মাসে তাঁর একটি পাঁও এর হাটু থেকে কেটে ফেলতে হয়েছে। আলহাম্দুলিল্লাহ মহান রাব্বুল আল্ আমিনের অশেষ কৃপায় বর্তমানে আজীজ ভাই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ বাসায় অবস্থান করছেন।
গত কয়েকদিন আগে ডাঃ আবদুল আজীজ ভাইকে খোঁজ খবর নেয়ার জন্য আজীজ ভাইয়ের বাসায় গিয়ছেন সর্ব জনাব (সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা ) মুখলেছুর রহমান চৌধুরী , সায়েক এম রহমান এবঙ রাখেশ রহমান। যা জেনে আমি সুদুর বাংলাদেশ থেকে আন্তরিক ধন‌্যবাদ জ্যাপন করছি।
জয় হউক মানবতার।
নজরুল ইসলাম চৌধুরী
সাবেক সভাপতি ফেনী জেলা জাতিয়তাবাদী ছাত্রদল।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ