এখন স্পর্শকাতর সময়, বিতর্কে পক্ষ নেওয়া উচিত নয় - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০৯, শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

এখন স্পর্শকাতর সময়, বিতর্কে পক্ষ নেওয়া উচিত নয়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ১:৫৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২২, ২০২৫ ১:৫৭ পূর্বাহ্ণ

 

মারুফ কামাল খান

কোনো ব্যাপারে পর্যাপ্ত ও পরিপূর্ণ তথ্য না পাওয়া পর্যন্ত কোনো বিতর্কেই পক্ষ নেওয়া বা সিদ্ধান্তমূলক মতামত দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন সাংবাদিক, লেখক ও বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব মারুফ কামাল খান। তিনি বলেছেন, ‘এখন খুব স্পর্শকাতর সময়।’

শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুকে এক পোস্টে মারুফ কামাল খান লিখেছেন, ‘কোনো ব্যাপারে পর্যাপ্ত ও পরিপূর্ণ তথ্য না পাওয়া পর্যন্ত কোনো বিতর্কেই পক্ষ নেওয়া বা সিদ্ধান্তমূলক মতামত দেওয়া উচিত নয়। এখন খুব স্পর্শকাতর সময়। নানা পক্ষ নানা উদ্দেশ্যে নানা স্বার্থে নানা তৎপরতায় লিপ্ত। তাছাড়া দেশপ্রেমিক কোনো স্থায়ী পরিচয় নয়। একটি ঘটনায় দেশপ্রেমিক ভূমিকা পালনকারী ব্যক্তি পরের ঘটনায় দেশদ্রোহী তৎপরতায় জড়িত হয়ে যেতে পারে। কাজেই খুব খেয়াল করে কথা বলবেন, সতর্ক হয়ে পক্ষ নিবেন। বর্তমান নাজুক সময়ে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত দু’চার জনের গুপ্ত আলোচনা বা শলাপরামর্শে নির্ধারিত হতে পারে না। সব স্টেক হোল্ডার ও সকল পক্ষ খোলা আলোচনার মধ্য দিয়ে দেশবাসীকে জানিয়ে, তাদেরকে আস্থায় নিয়ে তারপর সিদ্ধান্ত নিতে হবে। দেশের মালিক দেশবাসী, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ