ওয়াজিউল হক শরীফের দ্রোহের মহাকাব্য বইয়ের মোড়ক উম্মোচন - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৫, সোমবার, ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ওয়াজিউল হক শরীফের দ্রোহের মহাকাব্য বইয়ের মোড়ক উম্মোচন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১২:২৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১২:২৭ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার সন্ধ্যা ৭:০০ টায় অমর একুশে বই মেলার গ্রন্থ উম্মোচন মঞ্চে বিশিষ্ট লেখক ও রাজনীতিবিদ কবি ওয়াজিউল হক শরীফের বইয়ের মোড়ক উম্মোচিত হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক ছাত্রনেতা আ.ক.ম মোজাম্মেল হক, বিশিষ্ট ট্যাক্সেস ল’ইয়ার তরুণ কুমার বোস, ঢাকাস্থ যশোর জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈসা, বিশিষ্ট আইজীবি এড. ইকরামুল হক, মেধাবী ছাত্রনেতা আমিনুর রহমান বাবলু, জিয়া সাংস্কৃতিক জোটের সভাপতি আলী আশরাফ আকন্দ, হৃদয়ে পতাকা ২ মার্চ এর সভাপতি কবি সাহানা সুলতানা, কবি রবিউল ইসলাম রবি এবং প্রকাশক আহমেদ মাসুদূল হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বইয়ের মোড়ক উম্মোচিত হয়। বইটি উৎসর্গ করা হয় একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বই এবং ২৪ গণঅভ্যুত্থানের সকল শহিদদের উদ্দেশে। বইটির প্রচ্ছদ করেন এম আর খান জিতু। উত্তরণের ৫৩১ ও ৫৩২ নং স্টলে বইটি পাওয়া যাবে। বইটির মূল্য দুইশ টাকা মাত্র।


মানবতার কবি ওয়াজিউল হক শরীফ ১৯৬৮ সালের ৬ই জুন ঝিনাইদহ জেলার সদর উপজেলাধীন পদ্মাকর ইউনিয়নের খুলুল বেড়বাড়ী গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ঢাকা বিশ^বিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে এল.এল.বি সম্পন্ন করেন। বর্তমানে আইন পেশায় নিয়োজিত আছেন। ইতিপূর্বে তার মমতার ছায়া ও সম্প্রীতির স্বদেশে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। তিনি একজন গীতিকার, সাংবাদিক ও কলামিষ্ট হিসেবেও পরিচিতি লাভ করেছেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ