কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র তৈরির কারখানায় পুলিশের অভিযান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, জানুয়ারি ২৪, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে গহীন পাহাড়ে অস্ত্র ও মাদক তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার পানির ছড়া এলাকার ওই অস্ত্রের কারাখানায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় ৮০ লিটার চোলাই মদ জব্দ করে পুলিশ। অভিযান টের পেয়ে অস্ত্র তৈরির কারিগররা পালিয়ে যায়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারকৃত অস্ত্র তৈরির সরঞ্জামের মধ্যে লেদ মেশিন, স্প্রিং, কার্তুজের পিলেট, লোহার পাইপ, লোহা কাটার বিভিন্ন যন্ত্র, কাঠের বাট, বিভিন্ন ধরনের কার্তুজ রয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কারখানার আশপাশের পানের বরজে কর্মরত লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।
জনতার আওয়াজ/আ আ
