কঙ্গনা রানাউতের কাছে ক্ষতিপূরণ চাইছে ডিস্ট্রিবিউটর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ২২, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ২২, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ

বলিউডের ঠোঁটকাটা হিসেবে আলাদা পরিচিত আছে কঙ্গনা রানাউতের। কাউকে ছেড়ে কথা বলেন না তিনি। যখন তখন সামাজিক মাধ্যমে যাকে তাকে খোঁচা দেন। এবার নিজেই জ্বলছেন যন্ত্রণায়। ছবি ব্যবসায়িকভাবে লাভের মুখ না দেখায় ক্ষতিপূরণ দাবি করা হলো কঙ্গনার কাছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
২০২১ সালে জয়ললিতার উপর জীবনীচিত্র নির্মাণ করেন কঙ্গনা রানাউত। জয়ললিতার ভূমিকায় দেখা গিয়েছিল কঙ্গনাকে। তামিল ও হিন্দি, দুই ভাষাতেই মুক্তি পায় এই ছবি। যদিও হিন্দির চেয়ে বেশি জনপ্রিয় হয় তামিল সংস্করণ। তবু আশানুরূপ ফল করতে পারেনি এই ছবি।
বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘থালাইভি’। এবার এই ছবির ব্যর্থতা যেন তাড়া করে বেড়াচ্ছে কঙ্গনাকে। অভিনেত্রীর কাছে ক্ষতিপূরণের দাবি ছবির ডিস্ট্রিবিউটারদের। টাকার অঙ্কটা নেহাত কম নয়।
ছবিটিতে অভিনয় করতে গিয়ে নিজেকে পুরোদস্তুর জয়ললিতার রূপে উপস্থাপন করেছিলে কঙ্গনা। কিন্তু তাতেও দর্শক টানতে ব্যর্থ হন। ছবিটি ডিস্ট্রিবিউশনের দায়িত্ব ছিল ‘জি’র ওপর। তাই ছবির ব্যর্থতায় ছবির প্রযোজকের কাছে টাকা ফেরত চায় তারা। প্রায় ৬ কোটি টাকা। তবে প্রযোজক কিংবা কঙ্গনা এ প্রসঙ্গে এখনও সাড়া দেননি।
জনতার আওয়াজ/আ আ
