কর্মসূচি ঘোষণার আধঘণ্টা পর স্থগিত করলো স্বেচ্ছাসেবক দল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১৪, মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই শাবান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কর্মসূচি ঘোষণার আধঘণ্টা পর স্থগিত করলো স্বেচ্ছাসেবক দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মার্চ ১৫, ২০২২ ৩:৫০ অপরাহ্ণ

 

সিনিয়র করেসপন্ডেন্ট

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) সংগঠনের পক্ষ থেকে বিকেল সাড়ে ৫টায় ও সন্ধ্যা ৬টার পর গণমাধ্যমে দুটি বিজ্ঞপ্তি পাঠানো হয়। প্রথম বিজ্ঞপ্তিতে কার্যক্রম শুরুর ঘোষণা থাকলেও পরবর্তী বিজ্ঞপ্তিতে তা স্থগিত করার কথা বলা হয়।

দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু অনিবার্য কারণবশত এ সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। শিগগির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন কার্যক্রমের তারিখ ঘোষণা করা হবে। সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল আজ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ