কলকাতায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এমন তথ্যে র্যাব যা জানালো - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:১৮, বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কলকাতায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এমন তথ্যে র্যাব যা জানালো

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, অক্টোবর ২, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ২, ২০২৪ ১:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কলকাতায় পালিয়ে সেখানে একটি পার্কে ঘুরে বেড়াচ্ছেন এমন ভিডিও প্রকাশ করেছে একটি বেসরকারী টেলিভিশন। এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুমিকা নিয়ে আলোচনার ঝড় ওঠেছে। বিষয়টি নিয়ে র্যাবের ভুমিকা কেমন ছিল তা জানতে চাওয়া হলে তারা বলছেন, র্যাব এ কাজে কোনো অবহেলা করেনি। তাদের ওপর অর্পিত দায়িত্ব তারা যথাযথ পালন করে যাচ্ছে।

বুধবার (২ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে খোলাসা করেন মিডিয়া উইংয়ের প্রধান লে.ক. মুনিম ফেরদৌস।

তিনি বলেন, এখানে র্যাবের উদাসিনতা বা গাফিলাতি ছিল তা বলতে চাই না। আমাদের ওপর যে দায়িত্বে আমাদের যতোটুকু সামর্থ্যে ছিল তা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। এছাড়াও আমাদের কর্ম পরিধির মধ্যে যতোটুকু করা দরকার আমরা তা করেছি।

গত ৫ আগস্টের পর আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে বিষয়টি নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সমাজে অপরাধ থাকবে বলেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা র্যাব আছে। যদি অপরাধ নির্মূল হয়ে যেতো তাহলে কিন্তু সমাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকতো না।

স্বরাষ্ট্র মন্ত্রী পলায়নে র্যাবের কোন ধরনের গাফিলাতি ছিল না বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com