কানাডিয়ান পাসপোর্টে নো-ভিসা পেতে ভোগান্তির অবসান চান কানাডিয়ান বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৮, ২০২২ ৬:৫৪ অপরাহ্ণ
কানাডা (টরেন্টো) থেকে
কানাডিয়ান পাসপোর্টে নো-ভিসা নিতে গেলে ভোগান্তি ও জটিলতার মুখে পড়তে হয়। পদে পদে দুর্ভোগ পোহাতে হয়। নো-ভিসা নিয়ে বাংলাদেশ সরকারের নিয়ম এক রকম। আর কানাডার অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন ও টরেন্টোর কন্সাল জেনারেল অফিস নতুন নিয়ম জারি করেছে। এ কারণে গত তিন মাস ধরে কানাডিয়ান- বাংলাদেশিরা নো-ভিসা পেতে দিনের পর দিন ঘুরছেন। গত ৬ই মার্চ ‘বাংলাদেশি কানাডিয়ান নাগরিক অধিকার ফোরাম আয়োজিত এক মতবিনিময় সভায় নো-ভিসা পেতে ভোগান্তির সম্মুখীন কানাডিয়ান বাংলাদেশিরা এসব কথা বলেন। কানাডার টরেন্টোর ডেনফোর্থের গোল্ডেন এইজ সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার রেজাউর রহমান। সভায় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিরা নো-ভিসা প্রাপ্তি ও অপ্রাপ্তিতে তাদের দুর্ভোগ ও হয়রানির কথা প্রচণ্ড ক্ষোভের সঙ্গে তুলে ধরেন। কেউ কেউ অনলাইন আবেদনে সার্ভারে সমস্যা, ভিসা প্রাপ্তিতে দীর্ঘসূত্রতার কথা উল্লেখ করেন। নতুন পাসপোর্ট বা পাসপোর্ট নবায়নে ফেসবুক আইডি ও ইউটিউব লিংক প্রদান বাধ্যতামূলক করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা। বক্তারা বলেন, ফেসবুক এবং ইউটিউব আইডি চাওয়া মানবাধিকার ও ব্যক্তিস্বাধীনতার পরিপন্থি। সভায় বক্তারা বলেন, কানাডাস্থ বাংলাদেশ দূতাবাসের সেবায় পূর্বের যে ধারা বজায় ছিল তা অবিলম্বে চালু করতে হবে। নো- ভিসা প্রদানে, পাসপোর্টকরণ, নবায়নে ও অন্যান্য সুবিধা প্রদানে কোনো ধরনের জটিলতা, আমলাতান্ত্রিকতা ও দুর্ভোগ গ্রহণযোগ্য নয়। সারা বিশ্বের প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরারাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে সিদ্ধান্ত, আইন ও নীতিমালা আছে, তার বাইরে কোনো সিদ্ধান্ত প্রবাসীরা মেনে নেবে না। বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকেই কানাডার বাংলাদেশ দূতাবাসকে অনুসরণ করতে হবে। সভায় আলোচনায় অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন আহাদ খন্দকার, শওগাত আলী সাগর, এম আর জাহাঙ্গীর, লিটন মাসুদ, নওশের আলী, আহমেদ হোসেন, ড. মঞ্জুরে খোদা, মাহবুব চৌধুরী রনি, সাদ চৌধুরী, ফারজানা চৌধুরী বিন্দু, হাজী সেলিম, সুমন জাফর, আপন কাজি, শেখ আশফাক দুলাল, রেজা সাত্তার, ড. হানিফ, মিসবাউল কাদের ফাহিম, রিফাত চৌধুরী, ড. হুমায়ুন কবীর, বাবলু চৌধুরী, হাবিব চৌধুরী মারুফ, মকবুল হোসেন মঞ্জু, আহমেদ হোসেন লনি, আমিনুর চৌধুরী বাবু, রাফি চৌধুরী, সাকিল আহমেদ, ইউসুফ তালুকদার, সৈয়দ মাহবুব, একেএম সেলিম, ফরহাদ নাঈম, আজমল মিয়া, দেওয়ান হক, রফিক প্রমুখ।