কাব্যচাষি : জাফর পাঠান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ১১:৪০ অপরাহ্ণ

কাব্যের চাষি আমি- করি কবিতা চাষ
নয়নে স্বপনে ফেলি- কবিতার শ্বাস,
ভাবতে গেলে দেখি- শব্দের খেলামেলা
শব্দেরা গাঁথে মালা, যায়না করা হেলা।
একেকটি বিষয়- যেন লাগে বিস্ময়
বিষয় বিশেষণে- গুণের মহাশয়,
ভাবঘন-ছন্দে- অন্ত্যমিল শস্যদানা
অনুপ্রাস চাষেও কোথাও নেই মানা।
শব্দালংকারে খচিত- কাব্য ফসল
কাব্যচাষির মননে- কল্লোলিত দোল,
একেকটি কাব্যে- নবজন্মের আনন্দ
ছন্দবদ্ধ ঝংকারে- নবানন্দে নন্দ্য।
কাব্য থেকে পাঠকের- আকর্ষিক স্বাদ
আমি কাব্য কৃষাণ, কাব্যপ্রেমে নিখাদ।
zabpathan@gmail.com
জনতার আওয়াজ/আ আ
