কুবি প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০৭, সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুবি প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ১১:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ১১:০৪ অপরাহ্ণ

 

কুবি প্রতিনিধি

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগও দাবি জানিয়েছে তারা। দাবি আদায়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে অবস্থান নিলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এতে সাংবাদিকসহ ২০ জন আহত হন।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আন্দোলনরত শিক্ষার্থীরা এ ঘোষণা দেন।

এর আগে সন্ধ্যা ৬টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত করতে আসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আব্দুল মঈন। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে দেখামাত্রই ‘ভুয়া ভুয়া, দালাল দালাল’ বলে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা জুতা, খালি পানির বোতল নিক্ষেপ করেন উপাচার্যের দিকে। পরিস্থিতি বেগতিক দেখে শিক্ষক প্রতিনিধিদের সহযোগিতায় মহাসড়ক ত্যাগ করতে বাধ্য হন উপাচার্য।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, প্রশাসন ও প্রক্টরের ইন্ধনেই পুলিশ ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করার সাহস পেয়েছে। এসবের মূলে ছিলেন উপাচার্য। এ কারণেই তারা প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা ও প্রক্টরের অপসারণ দাবি করেন। শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আন্দোলনরত লাবিবা ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, আমরা এখন থেকে প্রশাসনকে অবাঞ্চিত ঘোষণা করলাম। পাশাপাশি প্রক্টরের অপসারণ চাই।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, এখানে আমার কোন ইন্ধন নেই। হামলার ব্যাপারে আমি কিছু জানি না। আমার কনসার্নেও ছিল না।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ