কেন চীন সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:২২, বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কেন চীন সফর সংক্ষিপ্ত করছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুলাই ৯, ২০২৪ ১১:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

চারদিনের রাষ্ট্রীয় সফরে চীনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন তিনি। তার সফরটি ৮ থেকে ১১ জুলাই হওয়ার কথা ছিল। তবে শেখ হাসিনার সফরসূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। আগামীকাল বুধবার রাতে বেইজিং থেকে রওনা দেবেন তিনি। যদিও আগামী ১১ জুলাই সকালে তার দেশে ফেরার কথা।

মঙ্গলবার (৯ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বেইজিংয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর চীন সফরের সকল অনুষ্ঠান অপরিবর্তিত রয়েছে। শুধু ১১ তারিখ সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।’

প্রধানমন্ত্রী দেশে ফিরছেন নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে। তবে তার চীন সফর সংক্ষিপ্ত করার ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি শেখ হাসিনা সরকারের এ মন্ত্রী।

তিনি জানান, আগামী বুধবার গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলসহ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়ে প্রায় ২০ থেকে ২২টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কয়েকটি প্রকল্প উদ্বোধন করার কথা রয়েছে। পরে প্রধানমন্ত্রী তার সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজে যোগ দেবেন।

ওই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ