কেরালায় ১৯ ছাত্রছাত্রীর মধ্যে নোরোভাইরাস শনাক্ত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৫:০৩ অপরাহ্ণ

করোনাভাইরাসের আতঙ্ক এখনো পুরোপুরি কাটেনি। এরই মধ্যে নতুন এক ভাইরাসের আবির্ভাব ঘটছে। তার নাম নোরো। ভারতে কিছু শিশু ইতোমধ্যেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। জানা গেছে, কেরালায় ১৯ শিশুর শরীরে নোরোভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিভাগ। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, একই স্কুলের ১৯ শিক্ষার্থী নোরোভাইরাসে আক্রান্ত। এই সব শিক্ষার্থীর মধ্যে একই ধরনের উপসর্গ দেখা গেছে। এ ঘটনার জেরে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অনলাইনে ক্লাস শুরু হয়েছে।
তবে কেরলের স্বাস্থ্য দফতর নোরোভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়ে চিন্তা না করার পরামর্শ দিয়েছে। নোরোভাইরাসের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তারা। নোরোভাইরাস অত্যন্ত সংক্রামক হিসেবে পরিচিত।
জনতার আওয়াজ/আ আ
