কোচের সঙ্গে বাড়ছে সাকিবের দূরত্ব!
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২১, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২১, ২০২৩ ৭:১৪ অপরাহ্ণ
চলমান বিশ্বকাপে বাংলাদেশি পেসাররা আশানুরূপ পারফরম্যান্স করতে পারছে না। বিষয়টি নিয়ে অধিনায়ক সাকিব আল হাসান ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মধ্যে কিছুটা দূরত্ব তৈরির কথা শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে, ভারতের কন্ডিশনের কথা চিন্তা করে একাদশে স্পিনার বেশি খেলাতে চান সাকিব।
পেস বোলিং কোচ ডোনাল্ড চান তিন পেস বোলার খেলাতে। যা পছন্দ হচ্ছে না অধিনায়ক সাকিবের। নিউজিল্যান্ড এবং সবশেষ ভারতের বিপক্ষে ব্যর্থ টাইগারদের পেস ইউনিট। হতাশাজনক পারফর্ম করার পর গণমাধ্যমকে কোচ ডোনাল্ড কারণও ব্যাখ্যা করেছেন।
তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা খুব ভালো করেছি। ভারতে তেমনটা করতে পারছি না। কারণ হলো খুবই ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে। পাকিস্তান, ইংল্যান্ড, নিউজিল্যান্ড সাড়ে তিনশ রান চেজ করছে। এর মানে হলো তাদের পেসাররাও ভালো করতে পারছেন না। আসলে উপমহাদেশে কন্ডিশন পেসারদের অনুকূল না। মিরপুর, সিলেট বা চট্টগ্রামের মতো ভারতের উইকেটেও ভালো করা চ্যালেঞ্জিং।’
এক্ষেত্রে ম্যাচ জয়ের জন্য টাইগার ব্যাটারদেরই বড় ভূমিকা রাখতে হবে বলে মনে করেন ডোনাল্ড। তিনি বলেন, ‘জিততে হলে রান করতে হবে। চেজ করতে হবে বড় স্কোর। আমরা অনেক আলোচনা করছি বর্তমান পরিস্থিতি থেকে বের হতে। বোলাররা আরও কিছুটা আক্রমণাত্মক হলে হয়তো ভালো হবে। সামনের ম্যাচগুলোর জন্য একটা উপায় খুঁজে বের করতেই হবে আমাদের।
পরবর্তী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরিকল্পনা নিয়ে কথা বলেন ডোনাল্ড। তিনি বলেন, ‘পুরোটাই সাকিবের ওপর নির্ভর করছে। কারণ মুম্বাইয়ের মাঠ একটু ছোট। আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখার পর বুঝতে পারব আমাদের কী করা উচিৎ।’