কোটা আন্দোলন : উত্তপ্ত শাহবাগ, চট্টগ্রাম–কুমিল্লায় সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ
জনতার আওয়াজ ডেস্ক
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ এলাকা। পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে রাজধানী শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ‘ভুয়া ভুয়া’, ‘গো ব্যাক পুলিশ’ স্লোগান দিতে দেখা যায়। অন্যদিকে, কুমিল্লা ও চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে শিক্ষার্থীরা। এ সময় কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ দখল করে নেয় শিক্ষার্থীরা। আন্দেলনরত শিক্ষার্থীদের ‘গো ব্যাক পুলিশ’, ‘গো ব্যাক পুলিশ’ মুহূর্মুহূ স্লোগানে পুলিশের আনা জলকামান ও এপিসি সরিয়ে নিতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সড়ক আন্দোলন থেকে সরবেন না।
এর আগে একই দাবিতে বিকেল সোয়া ৩টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেশ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়েন। এ সময় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে সাংবাদিকসহ ২০ জন আহত হন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী বলেন, ‘আহত দুজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।’
অন্যদিকে, চট্টগ্রামের টাইগার পাস মোড়েও পুলিশের সাথে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে। তারা দাবি করেন, কয়েক জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরেই রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে সড়ক আটকে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। তাদের অবরোধে চরম ভোগান্তিতে পোহাচ্ছে সাধারণ মানুষ।