কোটা সংস্কার আন্দোলন : আগামীকাল থেকে ‘বাংলাব্লক’ কর্মসূচি - জনতার আওয়াজ
  • আজ সন্ধ্যা ৭:০৩, বৃহস্পতিবার, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কোটা সংস্কার আন্দোলন : আগামীকাল থেকে ‘বাংলাব্লক’ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৬, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৬, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

 

ঢাবি প্রতিনিধি

সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন হাজারও শিক্ষার্থী। এক ঘণ্টা শাহবাগে অবস্থান করেন তারা। পরে রাজধানীসহ সারা বাংলাদেশের সকল রাস্তা অবরোধ করার ঘোষণা দেন। একে ‘বাংলাব্লক’ বলে জানান দেন শিক্ষার্থীরা।

শনিবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাস্তা ছেড়ে দেন তারা। পরবর্তী কার্যক্রম ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীদের অন্যতম সংগঠক ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদ ইসলাম।

তিনি বলেন, আগামীকাল বিকেল ৩টা থেকে ‘বাংলাব্লক’ কর্মসূচি পালিত হবে। শুধু শাহবাগ মোড় নয় ঢাকা শহরের সায়েন্সল্যাব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল প্রতিটি পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন। ঢাকার বাইরের শিক্ষার্থীরা তারা জেলায়-জেলায়, বিশ্ববিদ্যালয়গুলো মহাসড়কগুলো অবরোধ করবেন।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা নির্বাহী বিভাগের কাছে জানতে চাই ২০১৮ সালের পরিপত্র কেন বাতিল করা হলো? শিক্ষকদের আন্দোলন কিন্তু বন্ধ হয়ে যাবে, আমাদের আন্দোলন বন্ধ হবে না। এরইমধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করে আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না।

ঢাবির গ্রান্থাগারগুলো খুলে দেয়ার আহ্বান করে তিনি বলেন, ঢাবি কর্তৃপক্ষকে আমরা ভালোভাবে বলছি আপনারা শিক্ষার্থীদেরকে পড়াশোনা করার জন্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ও সাইন্স লাইব্রেরি খুলে দিন। নইলে আমরা নিজেরাই সেগুলো খুলে নেব।

উল্লেখ্য, এ সময় শিক্ষক, অভিভাবক ও আন্দোলনে এখনো যোগ না দেয়া শিক্ষার্থীদেরকেও আন্দোলনে যোগ দিতে অনুরোধ করেন তিনি।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
Social Media Auto Publish Powered By : XYZScripts.com