কোনো ধরনের বিতর্কে জড়াতে চাই না : অহনা রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। মডেলিং দিয়ে শোবিজ অঙ্গনে আসার পর বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি কিছুদিন আগে ওমরাহ থেকে এসেছি কোনো ধরনের বিতর্কে জড়াতে চাই না। যার যার জীবন তার তার কে কী করলো না করলো এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’
‘ছোট বেলা থেকে আমি শুনেছি আল্লাহ তায়ালা না চাইলে কেউ (ওমরাহ) করতে যেতে পারি না। অনেকের টাকা আছে অনেকে গিয়েছে অনেকের হয়ত ওখানে গিয়ে কেমন মনে হয়েছে জানি না।’
এরপর বলেন, ‘আমার ওখানে যাওয়ার পরে অনেক ভালো লেগেছে ইনশাআল্লাহ চেষ্টা করছি যেন আবার ওমরাহ করতে যেতে পারি। আপনারা দোয়া করবেন আমার জন্য।’
তার কথায়, ‘আমার এতো ভালো লেগেছে যে আমার মনে হচ্ছে যে আমি যদি কখনও শান্তির কথা চিন্তা করি বা একটু একা থাকতে চাই বা একটু কোথাও যেতে চাই ছুটিতে বা অবসর সময়ে আমার কাছে মনে হয় আমি সৌদি যাবো কারণ এতো সুন্দর জায়গা আমার আসলে ওই ওমরাহর কয়েকদিন মন ভরেনি।’
এরপর নাটকে অভিনয় প্রসঙ্গে বলেন, ‘নাটকে অভিনয় করছি এবং করে যাবো। কিন্তু অভিনয় কম করার চেষ্টা করছি। যতটুকু ভালো কাজ দর্শকদের দেওয়া যায় ততটুকু অভিনয় করবো।’
জনতার আওয়াজ/আ আ
