‘কোয়াব’-এর সভাপতি দুর্জয়, সাধারণ সম্পাদক দেবব্রত - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২২, বুধবার, ৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘কোয়াব’-এর সভাপতি দুর্জয়, সাধারণ সম্পাদক দেবব্রত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ২০, ২০২৩ ৫:৫৩ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (কোয়াব) প্রথম বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল। সেখানে সকল আনুষ্ঠানিকতা শেষে সভাপতি পদে নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক পদে দেবব্রত পালের নাম প্রস্তাব করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু। ওই প্রস্তাবে সবাই সায় দেওয়ায় নতুন করে নির্বাচনের প্রয়োজন হয়নি।

পুরোনো কমিটিতেও সভাপতি পদে নাঈমুর রহমান দুর্জয় দায়িত্ব পালন করেছিলেন। সাধারণ সম্পাদক পদে ছিলেন দেবব্রত পাল। ৪ বছরের জন্য নতুন কমিটি দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি কবে দেওয়া হবে সেটা নিশ্চিত করা হয়নি।

এবারের বার্ষিক সাধারণ সভায় বাড়ানো হয়েছে কোয়াবের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা। এর আগে ১১জন থাকলেও এবার বাড়িয়ে তা করা হয়েছে ১৭ জন। মূলত জেলা পর্যায়ে কমিটি হওয়ায় সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে।

কোয়াবের নির্বাচনে উপস্থিত ছিলেন না বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। ঘরোয়া ক্রিকেটের সিনিয়র ক্রিকেটারদের দেখা গিয়েছিল কোয়াবের এজিএমে।

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ