ক্যাম্পাসের তালা ভেঙ্গে সড়ক অবরোধ জবি শিক্ষার্থীদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৮, বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ক্যাম্পাসের তালা ভেঙ্গে সড়ক অবরোধ জবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১১, ২০২৪ ৮:২৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
কোটা সংস্কারের এক দফা দাবিতে ক্যাম্পাসের প্রধান ফটকের তালা ভেঙে ও পুলিশের বাধা উপেক্ষা করে গুলিস্তান অবরোধে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় উন্মুক্ত লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই সময় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বাঁধা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রক্টরিয়াল বডির সদস্যদের তালা ভেঙে বিক্ষোভ মিছিলটি বের করেন।

এছাড়াও আন্দোলনরত শিক্ষার্থীদের পুরান ঢাকার শাঁখারী বাজার ওরাই সাহেব বাজার মোড়ে পুলিশ ব্যারিকেড দেয়। তবে শিক্ষার্থীদের ব্যারিকেড এবং বাঁধা দিয়ে ধরে রাখতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এর আগে, শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত লাইব্রেরির সামনে জ্বর হতে থাকেন৷

Print Friendly, PDF & Email
 
 
জনতার আওয়াজ/আ আ
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ